নিজস্ব প্রতিবেদক : ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল রোববার পাঠানো ওই নোটিশে বলা হয়েছে, সরকার আগামী ৭ দিনের মধ্যে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ না করলে তিনি যথাযথ আইনি ব্যবস্থা নেবেন। আইনজীবী মো. মাহমুদুল হাসানের পাঠানো ওই নোটিশে বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, পররাষ্ট্র সচিব, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রপ্তানি নীতি ২০২১-২০২৪ এর উল্লেখ করে নোটিশে মাহমুদুল হাসান বলেন, ‘ইলিশ মাছ রপ্তানিযোগ্য পণ্য নয়। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের জনগণের স্বার্থ উপেক্ষা করে এবং আইন লঙ্ঘন করে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে।’
‘দেশের মানুষের চাহিদা বিবেচনা না করেই বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে। দেশে দাম বেশি হওয়ায় দরিদ্র মানুষের ইলিশ মাছ কেনার সামর্থ্য নেই। ভারতে ইলিশ রপ্তানির কারণে দেশের বাজারে এর দাম বেড়ে গেছে।’
সরকার ৭ দিনের মধ্যে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ না করলে যথাযথ আইনি ব্যবস্থা নেবেন বলে নোটিশে বলেছেন আইনজীবী মাহমুদুল হাসান।
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ