এনডিটিভি : ভারতের ক্ষমতাসীন নেতৃত্বের অভিজাতদের একজনের ওপর আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনাকারী এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে রাশিয়া। সোমবার রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি) বলেছে, ভারতে হামলার পরিকল্পনাকারী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী এক বোমা হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রুশ সংবাদ সংস্থা স্পুটনিক বলছে, গ্রেপ্তারকৃত আইএস জঙ্গি ভারতের অভিজাত নেতৃত্বদের একজনের ওপর আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করেছিলেন। এক বিবৃতিতে রুশ কর্তৃপক্ষ বলেছে, এফএসবি রাশিয়ায় নিষিদ্ধ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের একজন সদস্যকে শনাক্ত এবং আটক করেছে; যিনি মধ্য-এশিয়া অঞ্চলের একটি দেশের বাসিন্দা। ভারতের ক্ষমতাসীন অভিজাতদের একজন প্রতিনিধির ওপর হামলা চালিয়ে নিজেকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। আটক ব্যক্তিকে আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে তুরস্কে নিয়োগ করেছিল আইএস। ভারতের স্থানীয় আইনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এবং এর অন্যান্য অনুসারী সংগঠন নিষিদ্ধ। দেশটির কেন্দ্রীয় সরকারের প্রণীত বেআইনী কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭ এর প্রথম তফসিলে আইএস এবং এর সব অনুসারীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করা হয়েছে।