প্রত্যাশা ডেস্ক : ভারতে গত আট দিনে পেট্রোল, তেলের দাম সাত বার বৃদ্ধি পেয়েছে। আনন্দবাজার জানায়, মঙ্গলবার দেশটিতে পেট্রোল, ডিজেলের দাম পুনরায় বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৮৩ পয়সা ও ৭০ পয়সা। গত এক সপ্তাহে তেলের দাম বেড়েছে লিটার প্রতি ৪ টাকা ৮০ পয়সা। ভারতের কেন্দ্রিয় সরকারের যুক্তি হচ্ছে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। তবে বিরোধী দলগুলোর প্রশ্ন হচ্ছে কেন্দ্রিয় সরকার দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিভিন্ন রাজ্যে নির্বাচনের সময় কেন দাম কম থাকে? গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করে। তারপর থেকেই বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী।