ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

ভারতে অ্যাডিনো ভাইরাস আতংক, দুই মাসে ১১ শিশুর মৃত্যু

  • আপডেট সময় : ০১:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : করোনা, ডেঙ্গুর পর ভারতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে অ্যাডিনো ভাইরাস।
গত দুই মাসে কলকাতায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে (১৯ ফেব্রুয়ারি পর্যন্ত) ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে অনেকে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছিল। আবার অনেকের দেহে ভাইরাসের লক্ষণ ছিল।
এদিকে চলতি মৌসুমে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের শিশুরোগ বিভাগে ভিড় বেড়েছে। অবস্থা এতই ভয়াবহ যে, খালি থাকছে না ভেন্টিলেটরও।
চিকিৎসকরা বলছেন, আক্রান্ত শিশুদের মধ্যে বেশিরভাগই অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত। ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটের প্রধান চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি জানান, অ্যাডিনো ভাইরাস মহামারির আকার নিয়েছে। দুই বছরের কম শিশুদের ক্ষেত্রে ভয় বেশি। এক বছরের কম হলে ভয় আরও বেশি। তিনি পরামর্শ দেন যে, বড়দের কারও জ্বর-সর্দি-কাশি, গলা ব্যথা, চোখ লাল হলে অবশ্যই শিশুদের কাছ থেকে দূরে থাকতে হবে। কারণ, বড়দের থেকেই এই সংক্রমণ শিশুদের মধ্যে ছড়ায়। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাডিনো ভাইরাস শিশুদের ফুসফুস ও শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতি করে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে অ্যাডিনো ভাইরাস আতংক, দুই মাসে ১১ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০১:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

বিদেশের খবর ডেস্ক : করোনা, ডেঙ্গুর পর ভারতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে অ্যাডিনো ভাইরাস।
গত দুই মাসে কলকাতায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে (১৯ ফেব্রুয়ারি পর্যন্ত) ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে অনেকে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছিল। আবার অনেকের দেহে ভাইরাসের লক্ষণ ছিল।
এদিকে চলতি মৌসুমে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের শিশুরোগ বিভাগে ভিড় বেড়েছে। অবস্থা এতই ভয়াবহ যে, খালি থাকছে না ভেন্টিলেটরও।
চিকিৎসকরা বলছেন, আক্রান্ত শিশুদের মধ্যে বেশিরভাগই অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত। ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটের প্রধান চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি জানান, অ্যাডিনো ভাইরাস মহামারির আকার নিয়েছে। দুই বছরের কম শিশুদের ক্ষেত্রে ভয় বেশি। এক বছরের কম হলে ভয় আরও বেশি। তিনি পরামর্শ দেন যে, বড়দের কারও জ্বর-সর্দি-কাশি, গলা ব্যথা, চোখ লাল হলে অবশ্যই শিশুদের কাছ থেকে দূরে থাকতে হবে। কারণ, বড়দের থেকেই এই সংক্রমণ শিশুদের মধ্যে ছড়ায়। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাডিনো ভাইরাস শিশুদের ফুসফুস ও শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতি করে।