ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

ভারতের সর্বকালের সেরা তিন সিনেমার পরিচালকই বাঙালি

  • আপডেট সময় : ১১:১৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস-এর ‘ইন্ডিয়া চ্যাপ্টার’ মতগ্রহণ-সমীক্ষা চালিয়ে সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সেরা ১০ সিনেমার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার প্রথম তিন সিনেমাই বাঙালি পরিচালকের। তিন পরিচালক হলেন- সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও সেন। সর্বকালের সেরা ১০ সিনেমা প্রথমে রয়েছে কিংবদন্তি সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। এটিকেই ভারতীয় সিনেমার ইতিহাসে এখনো পর্যন্ত সেরা বলে চিহ্নিত করেছেন মতদাতারা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৫৫ সালে সত্যজিৎ তার প্রথম ছবিটি তৈরি করেন।
‘পথের পাঁচালী’সেই সময়ের ভারতীয় ছবির যাবতীয় ব্যাকরণ থেকেই যেন বেরিয়ে যায়। বাংলা ভাষার এই ছবির মাধ্যমেই ‘নিওরিয়্যালিজম’-এর জগতে পা রাখে ভারতীয় সিনেমা। সত্যজিতের এই কাজের আন্তর্জাতিক স্বীকৃতি মিলতে দেরি হয়নি। চলতি বছরটি সত্যজিতের জন্মশতবর্ষ। তালিকার দ্বিতীয় ছবিটি ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে তৈরি। উদ্বাস্তু কলোনির এক মেয়ের সংগ্রাম নিয়ে তৈরি এই ছবিও বিশ্ব চলচ্চিত্রে এক স্বকীয় ভাষার অবতারণা করে। এটিও বাংলা ভাষার ছবি। তালিকায় তৃতীয় নামটি মৃণাল সেনের ‘ভুবন সোম’। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া এ ছবির মূল ভূমিকায় ছিলেন উৎপল দত্ত ও সুহাসিনী। হিন্দি ভাষার এই ছবি ভারতীয় চলচ্চিত্রের আর এক বিশ্বজয়ের কাহিনি লিখে রাখে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে আদুর গোপালকৃষ্ণণের মালয়ালাম ছবি ‘এলিপ্পাথায়াম’ (১৯৮১), গিরীশ কাসারাভাল্লির কন্নড় ছবি ‘ঘাটশ্রাদ্ধ’ (১৯৭৭) এবং এমএস সথ্যুর ‘গরম হাওয়া’ (১৯৭৩)। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে, সপ্তম স্থানটি আবার দখল করেছেন সত্যজিৎই। তার ১৯৬৪ সালের ছবি ‘চারুলতা’ দিয়ে। অষ্টম স্থানে রয়েছে শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ (১৯৭৪), নবম স্থানে গুরু দত্তের ‘পিয়াসা’ (১৮৫৪) এবং দশম নম্বরে রয়েছে রমেশ সিপ্পির ১৯৭৫-এর ছবি ‘শোলে’।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের সর্বকালের সেরা তিন সিনেমার পরিচালকই বাঙালি

আপডেট সময় : ১১:১৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস-এর ‘ইন্ডিয়া চ্যাপ্টার’ মতগ্রহণ-সমীক্ষা চালিয়ে সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সেরা ১০ সিনেমার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার প্রথম তিন সিনেমাই বাঙালি পরিচালকের। তিন পরিচালক হলেন- সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও সেন। সর্বকালের সেরা ১০ সিনেমা প্রথমে রয়েছে কিংবদন্তি সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। এটিকেই ভারতীয় সিনেমার ইতিহাসে এখনো পর্যন্ত সেরা বলে চিহ্নিত করেছেন মতদাতারা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৫৫ সালে সত্যজিৎ তার প্রথম ছবিটি তৈরি করেন।
‘পথের পাঁচালী’সেই সময়ের ভারতীয় ছবির যাবতীয় ব্যাকরণ থেকেই যেন বেরিয়ে যায়। বাংলা ভাষার এই ছবির মাধ্যমেই ‘নিওরিয়্যালিজম’-এর জগতে পা রাখে ভারতীয় সিনেমা। সত্যজিতের এই কাজের আন্তর্জাতিক স্বীকৃতি মিলতে দেরি হয়নি। চলতি বছরটি সত্যজিতের জন্মশতবর্ষ। তালিকার দ্বিতীয় ছবিটি ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে তৈরি। উদ্বাস্তু কলোনির এক মেয়ের সংগ্রাম নিয়ে তৈরি এই ছবিও বিশ্ব চলচ্চিত্রে এক স্বকীয় ভাষার অবতারণা করে। এটিও বাংলা ভাষার ছবি। তালিকায় তৃতীয় নামটি মৃণাল সেনের ‘ভুবন সোম’। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া এ ছবির মূল ভূমিকায় ছিলেন উৎপল দত্ত ও সুহাসিনী। হিন্দি ভাষার এই ছবি ভারতীয় চলচ্চিত্রের আর এক বিশ্বজয়ের কাহিনি লিখে রাখে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে আদুর গোপালকৃষ্ণণের মালয়ালাম ছবি ‘এলিপ্পাথায়াম’ (১৯৮১), গিরীশ কাসারাভাল্লির কন্নড় ছবি ‘ঘাটশ্রাদ্ধ’ (১৯৭৭) এবং এমএস সথ্যুর ‘গরম হাওয়া’ (১৯৭৩)। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে, সপ্তম স্থানটি আবার দখল করেছেন সত্যজিৎই। তার ১৯৬৪ সালের ছবি ‘চারুলতা’ দিয়ে। অষ্টম স্থানে রয়েছে শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ (১৯৭৪), নবম স্থানে গুরু দত্তের ‘পিয়াসা’ (১৮৫৪) এবং দশম নম্বরে রয়েছে রমেশ সিপ্পির ১৯৭৫-এর ছবি ‘শোলে’।