ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ভারতের মহারাষ্ট্রে বন্দুকযুদ্ধ, নিহত ২৬ মাওবাদী

  • আপডেট সময় : ১১:১৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী নিহত হয়েছেন। রাজ্যের গাড়চিরোলি জেলায় গত শনিবার এ বন্দুকযুদ্ধ হয়। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে এ জেলার দূরত্ব ৯০০ কিলোমিটারের বেশি। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, নিহত ব্যক্তিদের মধ্যে মাওবাদী নেতা মিলিন্দ তেলতুমবদে রয়েছেন। মিলিন্দ মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে বন্দুকযুদ্ধে তাঁর মৃত্যুর কথা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালশে পাতিল ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, কোরিগাও ভিমার মাওবাদী ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলিন্দ তেলতুমবদেকে খুঁজছে পুলিশ। গতকালের ওই বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন কি না, পুলিশ তা যাচাই করে দেখছে। গাড়চিরোলি জেলার পুলিশ সুপার (এসপি) অঙ্কিত গোয়েল জানিয়েছেন, বন্দুকযুদ্ধের পর জঙ্গল থেকে এখন পর্যন্ত ২৬ মাওবাদীর লাশ উদ্ধার করেছেন তাঁরা।
গোয়েল বলেন, পুলিশের সি-৬০ কমান্ডোর তল্লাশি অভিযানের সময় গত শনিবার সকালে মারদিনতলা জঙ্গলের কোরচি এলাকায় বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধে পুলিশের চার সদস্য গুরুতর আহত হয়েছেন। চিকিৎসা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে তাঁদের নাগপুরে নেওয়া হয়েছে।
মহারাষ্ট্রের গাড়চিরোলি জেলা ভারতের আরেক রাজ্য ছত্তিশগড়ের সীমান্ত লাগোয়া। ছত্তিশগড় মাওবাদী অধ্যুষিত রাজ্য।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভারতের মহারাষ্ট্রে বন্দুকযুদ্ধ, নিহত ২৬ মাওবাদী

আপডেট সময় : ১১:১৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী নিহত হয়েছেন। রাজ্যের গাড়চিরোলি জেলায় গত শনিবার এ বন্দুকযুদ্ধ হয়। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে এ জেলার দূরত্ব ৯০০ কিলোমিটারের বেশি। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, নিহত ব্যক্তিদের মধ্যে মাওবাদী নেতা মিলিন্দ তেলতুমবদে রয়েছেন। মিলিন্দ মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে বন্দুকযুদ্ধে তাঁর মৃত্যুর কথা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালশে পাতিল ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, কোরিগাও ভিমার মাওবাদী ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলিন্দ তেলতুমবদেকে খুঁজছে পুলিশ। গতকালের ওই বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন কি না, পুলিশ তা যাচাই করে দেখছে। গাড়চিরোলি জেলার পুলিশ সুপার (এসপি) অঙ্কিত গোয়েল জানিয়েছেন, বন্দুকযুদ্ধের পর জঙ্গল থেকে এখন পর্যন্ত ২৬ মাওবাদীর লাশ উদ্ধার করেছেন তাঁরা।
গোয়েল বলেন, পুলিশের সি-৬০ কমান্ডোর তল্লাশি অভিযানের সময় গত শনিবার সকালে মারদিনতলা জঙ্গলের কোরচি এলাকায় বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধে পুলিশের চার সদস্য গুরুতর আহত হয়েছেন। চিকিৎসা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে তাঁদের নাগপুরে নেওয়া হয়েছে।
মহারাষ্ট্রের গাড়চিরোলি জেলা ভারতের আরেক রাজ্য ছত্তিশগড়ের সীমান্ত লাগোয়া। ছত্তিশগড় মাওবাদী অধ্যুষিত রাজ্য।