বিদেশের খবর ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরির সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪০ জন। শুক্রবার দিবাগত রাতে ভারতের মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। খবর এনডিটিভির। দুর্ঘটনাকবলিত বাসটি তেলেঙ্গাগানা রাজ্যের হায়দরাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরাখপুর যাচ্ছিল। দোতলা বাসটিতে ১০০ জনের মতো যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে সুহাগি জেলা হাসপাতাল ও রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে ১৪ জন এবং হাসপাতালে নেয়ার পর আহতদের মধ্যে আরও একজন মোট ১৫ জন প্রাণ হারিয়েছেন।
ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৪০
জনপ্রিয় সংবাদ