ক্রীড়া ডেস্ক : অবিশ্বাস্যভাবে লর্ডস টেস্ট জিতে নিয়েছে ভারত। চতুর্থ দিন শেষে তাদের হারের শঙ্কা জেগেছিল। পঞ্চম দিনে শামি-বুমরাহর অবিশ্বাস্য জুটিতে তারা লড়াকু স্কোর পায়। তখন সবাই ধরেই নিয়েছিল যে ম্যাচটি ড্র হতে যাচ্ছে। কিন্তু বাদ সাধলেন মোহাম্মদ সিরাজ। তিনি দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ইংল্যান্ডের মাটিতে ভারতের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন। ভারতীয় বোলারদের এই পারফর্মেন্সে মুগ্ধ রমিজ রাজা। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা বলেছেন,’ ‘বর্তমানে টেস্টে ভারতের বোলিং আক্রমণই সেরা। এক সময় স্পিন বোলিং দিয়ে দাপট দেখাত ভারত, কিন্তু সে সব দিন আর নেই। শামি ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছে। বিরাট কোহলির মতোই ক্ষুধা দেখিয়েছে মোহাম্মদ সিরাজ। ও বল হাতে পেলেই, খেলা বদলে দিয়েছে। ক্যারিয়ারের শুরুতেই টেস্ট ক্রিকেটে ভালো নাম করে ফেলেছে সিরাজ।’ দিনের দুই সেশনে মাত্র ৬০ ওভার টিকে থাকতে পারলেই ম্যাচ ড্র করতে পারত ইংল্যান্ড। কিন্তু ৫২ ওভারে অল-আউট হয়ে তারা হেরেছে ১৫১ রানে! এর পেছনে ভারত অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসী নেতৃত্ব অন্যতম কারণ হিসেবে দেখছেন রমিজ, ‘ভারতীয় দল এখন পুরোপুরি ভিন্ন একটা দল। এ জয় পুরোপুরি কোহলির। চতুর্থ ইনিংস শুরু হওয়ার আগে সবাইকে একত্রিত করে কথা বলাটা খুব ইতিবাচক ছিল। তারপর বোলাররা দুই সেশনের মধ্যেই ইংল্যান্ডকে গুটিয়ে দিয়েছে।’