ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ সময় বিকেলে সাড়ে ৪টায় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। এবারের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ভুবনেশ্বরে দ্বিতীয় ম্যাচে বদলি হিসেবে মাঠে নামবেন প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারানোর নায়ক ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। শ্রীলংকার বিপক্ষে যে একাদশ নিয়ে ম্যাচ শুরু করেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ পল স্মলি, সেই একাদশটাই তিনি রেখেছেন ভারতের বিপক্ষে ম্যাচে। প্রথম ম্যাচের সুপার সাব মিরাজের একমাত্র গোলেই শ্রীলংকাকে হারিয়ে বাংলাদেশ শুরু করেছে যুবাদের সাফ চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশের এটি দ্বিতীয় ম্যাচ হলেও ভারতের প্রথম ম্যাচ। বাংলাদেশ এই ম্যাচ ড্র করলেও ফাইনালে খেলার সম্ভাবনার দিকে এগিয়ে যাবে। মো.আসিফ, তানভীর হোসেন, শাহীন মিয়া, আজিজুল হক, ইমরান খান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম, নাহিয়ান ও আক্কাস আলী।