প্রযুক্তি ডেস্ক : ভারতের নয়া নীতির বেড়াজালে আটকা গুগল ফেসবুক হোয়াটসঅ্যাপ। দেশটির কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো নয়া ডিজিটাল নীতির মধ্যে থেকে কাজ করবে হবে এসব প্রতিষ্ঠানকে।
ভারতে ব্যবসা করা অধিকাংশ সোশ্যাল মিডিয়াগুলো দেশটির কেন্দ্রীয় সরকারের নয়া ডিজিটাল নীতি অনুযায়ী তাদের ওয়েবসাইট আপডেট করেছে। নতুন ডিজিটাল নীতি সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে সরকারের পক্ষে একটি কমিটি গড়া হয়েছে। সেই কমিটির দায়িত্বপ্রাপ্ত অফিসারকে নতুন ডিজিটাল নীতি নিয়ে নিজেদের মতামত জানিয়েছে অধিকাংশ সোশ্যাল মিডিয়া।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিস্তারিতভাবে তাদের কর্ম পরিকল্পনা জানিয়ে দিলেও এখন পর্যন্ত টুইটার থেকে সাড়া মেলেনি। অভিযোগ রয়েছে ভারত সরকারের নতুন নীতি মেনে চলছে না টুইটার। নতুন ডিজিটাল নীতি সম্পর্কে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছিলেন, ভুয়া তথ্যের পরিবেশন এড়াতে কেন্দ্রীয় সরকার এই নতুন নীতি কার্যকর করতে চাইছে। ভারতবাসীর সুরক্ষার স্বার্থেই কেন্দ্রের এই পদক্ষেপ বলেও দিন কয়েক আগে জানান তিনি।
ভারতের নয়া নীতির বেড়াজালে আটকা গুগল ফেসবুক হোয়াটসঅ্যাপ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ