ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ভারতের নাগরিকত্ব পেতে ব্যর্থ হয়ে পাকিস্তানে ফিরে গেল ৮০০ হিন্দু শরণার্থী

  • আপডেট সময় : ১২:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর ভারতে নাগরিকত্ব পেতে ব্যর্থ হয়ে প্রায় ৮০০ হিন্দু শরণার্থী পাকিস্তানে ফিরে গেছেন বলে জানিয়েছে ভারতের বেসরকারি সংস্থা সীমান্ত লোক সংগঠন (এসএলএস)। এসএলএস ভারতে পাকিস্তানি সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করে থাকে। সংগঠনটি জানিয়েছে, ধর্মীয় নিপীড়নের কারণে নাগরিকত্ব পেতে প্রায় ৮০০ হিন্দু ভারতে এসেছিলেন। পরে রাজস্থান থেকে গত বছর তারা পাকিস্তানে ফিরে যান। মূলত, নাগরিকত্ব আবেদনে কোনো অগ্রগতি না দেখে তাদের অধিকাংশই পাকিস্তানে ফেরত যান।

এ অবস্থায় অনলাইন আবেদন প্রক্রিয়াটি পুনরায় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংগঠনটির সভাপতি সিং সোধা বলেন, পাকিস্তানে ফিরতেই হিন্দু শরণার্থীদের দিয়ে ভারতের বদনাম করতে তাদের কাজে লাগায় পাকিস্তানি সংস্থাগুলো। তাদের গণমাধ্যমের সামনে আনা হয়। তাদের দিয়ে বলানো হয়, ভারতে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, যদি কোনো পরিবারের সদস্যসংখ্যা ১০ হয়, তাহলে পাকিস্তান হাইকমিশনে পাসপোর্ট নবায়ন করতে তাদের এক লাখ রুপির বেশি খরচ হয়। কঠিন দারিদ্র্যের মধ্যে থাকা এই মানুষেরা ভারতে এসেছেন। এত টাকার চাপে পড়া তাদের সামর্থ্যের বাইরে।
২০১৮ সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনলাইনে নাগরিকত্ব আবেদনের প্রক্রিয়া শুরু হয়। একই সঙ্গে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে নিপীড়িত হিন্দু, খ্রিষ্টান, শিখ, পারসি, জৈন ও বৌদ্ধদের করা অনলাইন নাগরিকত্ব আবেদন গ্রহণ করতে সাতটি রাজ্যে ১৬ ডিস্ট্রিক্ট কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয়। ২০২১ সালের মে মাসে গুজরাট, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জামে আরও ১ ডিস্ট্রিক্ট কালেক্টরকে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৫ ও ৬ নম্বর ধারার অধীন এই ছয় সম্প্রদায়ের সদস্যদের আবেদনে নাগরিকত্ব সনদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়।

পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হচ্ছে। কিন্তু মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট অনলাইনে গ্রহণ করা হচ্ছে না। এতে বড় অঙ্কের টাকা দিয়ে পাসপোর্ট নবায়ন করতে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে ছুটতে বাধ্য হন শরণার্থীরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

ভারতের নাগরিকত্ব পেতে ব্যর্থ হয়ে পাকিস্তানে ফিরে গেল ৮০০ হিন্দু শরণার্থী

আপডেট সময় : ১২:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর ভারতে নাগরিকত্ব পেতে ব্যর্থ হয়ে প্রায় ৮০০ হিন্দু শরণার্থী পাকিস্তানে ফিরে গেছেন বলে জানিয়েছে ভারতের বেসরকারি সংস্থা সীমান্ত লোক সংগঠন (এসএলএস)। এসএলএস ভারতে পাকিস্তানি সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করে থাকে। সংগঠনটি জানিয়েছে, ধর্মীয় নিপীড়নের কারণে নাগরিকত্ব পেতে প্রায় ৮০০ হিন্দু ভারতে এসেছিলেন। পরে রাজস্থান থেকে গত বছর তারা পাকিস্তানে ফিরে যান। মূলত, নাগরিকত্ব আবেদনে কোনো অগ্রগতি না দেখে তাদের অধিকাংশই পাকিস্তানে ফেরত যান।

এ অবস্থায় অনলাইন আবেদন প্রক্রিয়াটি পুনরায় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংগঠনটির সভাপতি সিং সোধা বলেন, পাকিস্তানে ফিরতেই হিন্দু শরণার্থীদের দিয়ে ভারতের বদনাম করতে তাদের কাজে লাগায় পাকিস্তানি সংস্থাগুলো। তাদের গণমাধ্যমের সামনে আনা হয়। তাদের দিয়ে বলানো হয়, ভারতে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, যদি কোনো পরিবারের সদস্যসংখ্যা ১০ হয়, তাহলে পাকিস্তান হাইকমিশনে পাসপোর্ট নবায়ন করতে তাদের এক লাখ রুপির বেশি খরচ হয়। কঠিন দারিদ্র্যের মধ্যে থাকা এই মানুষেরা ভারতে এসেছেন। এত টাকার চাপে পড়া তাদের সামর্থ্যের বাইরে।
২০১৮ সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনলাইনে নাগরিকত্ব আবেদনের প্রক্রিয়া শুরু হয়। একই সঙ্গে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে নিপীড়িত হিন্দু, খ্রিষ্টান, শিখ, পারসি, জৈন ও বৌদ্ধদের করা অনলাইন নাগরিকত্ব আবেদন গ্রহণ করতে সাতটি রাজ্যে ১৬ ডিস্ট্রিক্ট কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয়। ২০২১ সালের মে মাসে গুজরাট, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জামে আরও ১ ডিস্ট্রিক্ট কালেক্টরকে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৫ ও ৬ নম্বর ধারার অধীন এই ছয় সম্প্রদায়ের সদস্যদের আবেদনে নাগরিকত্ব সনদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়।

পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হচ্ছে। কিন্তু মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট অনলাইনে গ্রহণ করা হচ্ছে না। এতে বড় অঙ্কের টাকা দিয়ে পাসপোর্ট নবায়ন করতে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে ছুটতে বাধ্য হন শরণার্থীরা।