প্রত্যাশা ডেস্ক : ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন এনডিএ জোটের প্রার্থী আদিবাসী সাঁওতাল নারী দ্রৌপদী মুর্মু জয় লাভ করেছেন। এটি উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিজেপি। গত সোমবার (১৮ জুলাই) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা গতকাল বৃহস্পতিবার ভারতের পার্লামেন্ট হাউসে স্থানীয় সময় সকাল ১১টা থেকে শুরু হয়। নির্বাচিত প্রার্থী ২৫ জুলাই ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তবে এই গণনাকে নিছক আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হয় এবং মুর্মু তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী যশবন্ত সিনহাকে বড় ব্যবধানে হারাবেন বলে আগেই ধারণা করা হচ্ছিল।


























