ক্রীড়া ডেস্ক : ভারতের সেরা দল ইংল্যান্ড সফরে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে এখন তারা কাটাচ্ছে ছুটি। আরেকটি দল আছে শ্রীলঙ্কা সফরে, নিশ্চিতভাবেই যা দ্বিতীয় সারির দল। এতে বেজায় চটেছেন অর্জুনা রানাতুঙ্গা। তার ক্ষোভ অবশ্য ভারতের ওপরে নয়। এই দলের সঙ্গে সিরিজ খেলতে রাজী হওয়ায় সাবেক শ্রীলঙ্কা অধিনায়ক কাঠগড়ায় তুলছেন নিজ দেশের ক্রিকেট কর্তাদের। নিজের খেলোয়াড়ী জীবনে রানাতুঙ্গা ছিলেন দাপুটে অধিনায়ক। তার নেতৃত্বে শুধু ১৯৯৬ বিশ্বকাপ শিরোপা জয়ই শুধু নয়, আচরণ ও মানসিকতায়ও শ্রীলঙ্কা হয়ে ওঠে ছোট থেকে বড় দল। প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলা, লড়াই করা, মুত্তিয়া মুরালিধরনকে ‘নো’ ডাকার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় দল নিয়ে মাঠ ছেড়ে যাওয়া, কাউকে জবাব দিতে পিছপা না হওয়া, সবকিছুতেই তিনি রেখে গেছেন নিজের ছাপ। সেই রানাতুঙ্গা এখন মনে করছেন, ভারতের কাছে নতজানু শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ে প্রতিবেদনে ফুটে উঠল লঙ্কার কিংবদন্তি অধিনায়কের ক্ষোভ।
“এটা দ্বিতীয় সারির ভারতীয় দল এবং তাদের এখানে সফরে আসা আমাদের ক্রিকেটের জন্য অপমান। আমি দায় দেব বর্তমান ক্রিকেট প্রশাসনকে, টিভিতে খেলা দেখিয়ে আয় করার জন্য তারা এতে রাজি হয়েছে। ভারত তাদের সেরা দল পাঠিয়েছে ইংল্যান্ডে, দুর্বলতর দল পাঠিয়েছে এখানে। আমাদের বোর্ডকেই এই দায় নিতে হবে।” বিরাট কোহলির নেতৃত্বে ২০ সদস্যের দল নিয়ে ইংল্যান্ডে গেছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হয়েছে জুন। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ শুরু ৪ অগাস্ট। দেড় মাসের লম্বা এই বিরতিতে দেশে না ফিরিয়ে ইংল্যান্ডেই রাখা হয়েছে ভারতীয় দলকে। তিন সপ্তাহের ছুটি শেষে তারা যোগ দেবেন অনুশীলনে। শ্রীলঙ্কায় তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। শিখর ধাওয়ানের নেতৃত্বে এই সফরের জন্য বেছে নেওয়া হয়েছে মূলত তারুণ্য নির্ভর দল। কোচ হিসেবে আছেন রাহুল দ্রাবিড়।
ভারতের দ্বিতীয় সারির দল শ্রীলঙ্কার জন্য অপমান : রানাতুঙ্গা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ