ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান লক্ষ্মণ

  • আপডেট সময় : ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ১২৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি রোববার নিশ্চিত করলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। এনসিএর প্রধান হিসেবে লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হচ্ছে কি না এই প্রসঙ্গে গাঙ্গুলির সঙ্গে ভারতের সংবাদ সংস্থা এএনআই যোগাযোগ করলে তিনি বলেন, ‘হ্যাঁ।’ ক্রিকেটের বিকাশে সহায়তা করতে সাবেক ক্রিকেটারদের প্রয়োজনীয়তা সবসময় বলে এসেছেন গাঙ্গুলি। এরই অংশ হিসেবে ভারতীয় পুরুষ জাতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে নিযুক্ত করেন। এতদিন দ্রাবিড়ের অধীনে এনসিএ পরিচালিত হয়েছে। তারই স্থলাভিষিক্ত হলেন লক্ষ্মণ। শুধু বিসিসিআই প্রেসিডেন্টই নয়, এমনকি সেক্রেটারি জয় শঅহ ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও চাইছিলেন লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হোক। কারণ গত কয়েক বছর ধরে টিম ইন্ডিয়ার প্রধান কোচের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন এনসিএ প্রধান। সেক্ষেত্রে দুই সাবেক সতীর্থ দ্রাবিড় ও লক্ষ্মণের রসায়ন ভালো জমবে মনে করেন তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান লক্ষ্মণ

আপডেট সময় : ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি রোববার নিশ্চিত করলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। এনসিএর প্রধান হিসেবে লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হচ্ছে কি না এই প্রসঙ্গে গাঙ্গুলির সঙ্গে ভারতের সংবাদ সংস্থা এএনআই যোগাযোগ করলে তিনি বলেন, ‘হ্যাঁ।’ ক্রিকেটের বিকাশে সহায়তা করতে সাবেক ক্রিকেটারদের প্রয়োজনীয়তা সবসময় বলে এসেছেন গাঙ্গুলি। এরই অংশ হিসেবে ভারতীয় পুরুষ জাতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে নিযুক্ত করেন। এতদিন দ্রাবিড়ের অধীনে এনসিএ পরিচালিত হয়েছে। তারই স্থলাভিষিক্ত হলেন লক্ষ্মণ। শুধু বিসিসিআই প্রেসিডেন্টই নয়, এমনকি সেক্রেটারি জয় শঅহ ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও চাইছিলেন লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হোক। কারণ গত কয়েক বছর ধরে টিম ইন্ডিয়ার প্রধান কোচের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন এনসিএ প্রধান। সেক্ষেত্রে দুই সাবেক সতীর্থ দ্রাবিড় ও লক্ষ্মণের রসায়ন ভালো জমবে মনে করেন তারা।