ক্রীড়া ডেস্ক : ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি রোববার নিশ্চিত করলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। এনসিএর প্রধান হিসেবে লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হচ্ছে কি না এই প্রসঙ্গে গাঙ্গুলির সঙ্গে ভারতের সংবাদ সংস্থা এএনআই যোগাযোগ করলে তিনি বলেন, ‘হ্যাঁ।’ ক্রিকেটের বিকাশে সহায়তা করতে সাবেক ক্রিকেটারদের প্রয়োজনীয়তা সবসময় বলে এসেছেন গাঙ্গুলি। এরই অংশ হিসেবে ভারতীয় পুরুষ জাতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে নিযুক্ত করেন। এতদিন দ্রাবিড়ের অধীনে এনসিএ পরিচালিত হয়েছে। তারই স্থলাভিষিক্ত হলেন লক্ষ্মণ। শুধু বিসিসিআই প্রেসিডেন্টই নয়, এমনকি সেক্রেটারি জয় শঅহ ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও চাইছিলেন লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হোক। কারণ গত কয়েক বছর ধরে টিম ইন্ডিয়ার প্রধান কোচের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন এনসিএ প্রধান। সেক্ষেত্রে দুই সাবেক সতীর্থ দ্রাবিড় ও লক্ষ্মণের রসায়ন ভালো জমবে মনে করেন তারা।


























