ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

ভারতের কাছে ২-০ গোলে হারলো বাংলাদেশ

  • আপডেট সময় : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। ভুটানকে ৩-১ গোলে হারিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে এসে সুবিধা করতে পারেনি মাহবুবুর রহমান লিটুর দল। শক্তিশালী ভারতের কাছে ২-০ গোলে হেরেছে।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার (২৩ আগস্ট) আক্রমণ প্রতি-আক্রমণ নির্ভর খেলা হয়েছে। ভারত সুযোগ পেয়ে গোল করতে পারলেও বাংলাদেশ ব্যর্থ হয়েছে। ১৪ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সতীর্থের বল ধরে আক্রমণে ওঠা পার্ল ফের্নান্দেসকে আটকাতে পারেননি কোনও ডিফেন্ডার। একা ছুটে বক্সে ঢুকে ভারতের এই ফরোয়ার্ডের শট গোলকিপারের হাত ছুঁয়ে জালে জড়ায়। ৩৬ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফাতেমা আক্তারের কর্নারে আলপি আক্তারের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। ভুটান ম্যাচে জোড়া গোল করা এই ফরোয়ার্ডকে এসময় হতাশা প্রকাশ করতে দেখা যায়।

বিরতির পর ভারত ব্যবধান দ্বিগুণ করে। ৭৬ মিনিটে আলিশার ভাসিয়ে দেওয়া বলে বনিফিলিয়া সুল্লাই ডান পা বাড়িয়ে দিয়ে গোলকিপারকে পরাস্ত করেন।  বাংলাদেশ চেষ্টা করেছে কিন্তু গোল শোধ করতে পারেনি। আজ শনিবার (২৪ আগস্ট) তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের কাছে ২-০ গোলে হারলো বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

ক্রীড়া ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। ভুটানকে ৩-১ গোলে হারিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে এসে সুবিধা করতে পারেনি মাহবুবুর রহমান লিটুর দল। শক্তিশালী ভারতের কাছে ২-০ গোলে হেরেছে।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার (২৩ আগস্ট) আক্রমণ প্রতি-আক্রমণ নির্ভর খেলা হয়েছে। ভারত সুযোগ পেয়ে গোল করতে পারলেও বাংলাদেশ ব্যর্থ হয়েছে। ১৪ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সতীর্থের বল ধরে আক্রমণে ওঠা পার্ল ফের্নান্দেসকে আটকাতে পারেননি কোনও ডিফেন্ডার। একা ছুটে বক্সে ঢুকে ভারতের এই ফরোয়ার্ডের শট গোলকিপারের হাত ছুঁয়ে জালে জড়ায়। ৩৬ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফাতেমা আক্তারের কর্নারে আলপি আক্তারের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। ভুটান ম্যাচে জোড়া গোল করা এই ফরোয়ার্ডকে এসময় হতাশা প্রকাশ করতে দেখা যায়।

বিরতির পর ভারত ব্যবধান দ্বিগুণ করে। ৭৬ মিনিটে আলিশার ভাসিয়ে দেওয়া বলে বনিফিলিয়া সুল্লাই ডান পা বাড়িয়ে দিয়ে গোলকিপারকে পরাস্ত করেন।  বাংলাদেশ চেষ্টা করেছে কিন্তু গোল শোধ করতে পারেনি। আজ শনিবার (২৪ আগস্ট) তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।