ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

  • আপডেট সময় : ০৬:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতে সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। রবিবার সুপার সিক্সের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। এই হারে বাংলাদেশের বিশ্বকাপ মিশনেরও কার্যত ইতি ঘটেছে। এদিন ব্যাটিং ব্যর্থতায় ৬৪ রানে অলআউট হয় লাল-সবুজ জার্সিধারীরা। সহজ এই লক্ষ্য ৭৭ বল আগেই ২ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে ভারত। সুপার সিক্সের শেষ ম্যাচে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

রবিবার সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৬৪ রান। বাংলাদেশের দুই ব্যাটার কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। অধিনায়ক সুমাইয়া আক্তার ২১ এবং জান্নাতুল মাওয়া খেলেন ১৪ রানের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে বৈষ্ণবী শর্মা ১৫ রানে নেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়া শবনম শাকিল, ভিজে যোশিতা ও গোঙ্গাদি তৃষা প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

৬৫ রানের জবাবে খেলতে নেমে ভারতীয় ওপেনার কমলিনি দলীয় ২৩ রানে আউট হন। এরপর সনিকা চালকেকে সঙ্গে নিয়ে গোঙ্গাদি তৃষা গড়েন ৩৮ রানের জুটি। জয় থেকে ৪ রান দূরে থাকতে গোঙ্গাদি ৪০ রানে আউট হন। বাকি পথটা পরের ব্যাটাররা অনায়াসেই পাড়ি দেন। বাংলাদেশের বোলারদের মধ্যে আনিসা আক্তার ও হাবিবা ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

আপডেট সময় : ০৬:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতে সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। রবিবার সুপার সিক্সের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। এই হারে বাংলাদেশের বিশ্বকাপ মিশনেরও কার্যত ইতি ঘটেছে। এদিন ব্যাটিং ব্যর্থতায় ৬৪ রানে অলআউট হয় লাল-সবুজ জার্সিধারীরা। সহজ এই লক্ষ্য ৭৭ বল আগেই ২ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে ভারত। সুপার সিক্সের শেষ ম্যাচে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

রবিবার সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৬৪ রান। বাংলাদেশের দুই ব্যাটার কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। অধিনায়ক সুমাইয়া আক্তার ২১ এবং জান্নাতুল মাওয়া খেলেন ১৪ রানের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে বৈষ্ণবী শর্মা ১৫ রানে নেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়া শবনম শাকিল, ভিজে যোশিতা ও গোঙ্গাদি তৃষা প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

৬৫ রানের জবাবে খেলতে নেমে ভারতীয় ওপেনার কমলিনি দলীয় ২৩ রানে আউট হন। এরপর সনিকা চালকেকে সঙ্গে নিয়ে গোঙ্গাদি তৃষা গড়েন ৩৮ রানের জুটি। জয় থেকে ৪ রান দূরে থাকতে গোঙ্গাদি ৪০ রানে আউট হন। বাকি পথটা পরের ব্যাটাররা অনায়াসেই পাড়ি দেন। বাংলাদেশের বোলারদের মধ্যে আনিসা আক্তার ও হাবিবা ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।