ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ভারতের আসামে বন্যায় ঘরবাড়ি ছেড়েছে ৫ লাখ মানুষ, ৮ মত্যু

  • আপডেট সময় : ০২:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক :বর্ষা ঋতু শুরু হওয়ার আগেই প্রবল বৃষ্টিতে ভারতের আসাম রাজ্যে বন্যা দেখা দিয়েছে। এরইমধ্যে ৫ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের।
পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে বুধবার সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহত্তম নদী ব্রহ্মপুত্রের উপচে পড়া পানিতে গত তিন দিনে রাজ্যের দেড় হাজারেরও বেশি গ্রাম তলিয়ে গেছে। গত কয়েকদিন ধরে রাজ্যটির অধিকাংশ এলাকাজুড়ে ভারি বৃষ্টি হচ্ছে। বুধবারও টানা বৃষ্টি হচ্ছিল। আগামী দুই দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
আসামের পানি সম্পদমন্ত্রী পীযূষ হাজারিক রয়টার্সকে বলেন, “৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘণ্টার মধ্যেই বন্যা পরিস্থিতি সংকটজনক হয়ে উঠছে।”
গত তিন দিনে পৃথক ঘটনায় সাত জন ডুবে মারা গেছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত জানান, উদ্ধার প্রচেষ্টা অব্যাহত আছে, হোজাই জেলার বন্যাকবলিত এলাকাগুলোয় আটকা পড়া ২ হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। ব্রহ্মপুত্র নদীর পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতের জাতীয় কর্তৃপক্ষ। ত্রাণ কার্যক্রমের দায়িত্বে থাকা আসামের রাজস্বমন্ত্রী যোগেন মোহন বলেছেন, “বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিমা হাসাও জেলা। এখানকার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। বন্যা ও ভূমিধসের কারণে সড়ক ও রেল যোগাযোগ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।” আসামে যখন মুষলধারে বৃষ্টি হচ্ছে তখন রাজধানী নয়া দিল্লিসহ উত্তরপশ্চিম ভারতের শহরগুলো তীব্র তাপদাহে পুড়ছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের আসামে বন্যায় ঘরবাড়ি ছেড়েছে ৫ লাখ মানুষ, ৮ মত্যু

আপডেট সময় : ০২:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২

প্রত্যাশা ডেস্ক :বর্ষা ঋতু শুরু হওয়ার আগেই প্রবল বৃষ্টিতে ভারতের আসাম রাজ্যে বন্যা দেখা দিয়েছে। এরইমধ্যে ৫ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের।
পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে বুধবার সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহত্তম নদী ব্রহ্মপুত্রের উপচে পড়া পানিতে গত তিন দিনে রাজ্যের দেড় হাজারেরও বেশি গ্রাম তলিয়ে গেছে। গত কয়েকদিন ধরে রাজ্যটির অধিকাংশ এলাকাজুড়ে ভারি বৃষ্টি হচ্ছে। বুধবারও টানা বৃষ্টি হচ্ছিল। আগামী দুই দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
আসামের পানি সম্পদমন্ত্রী পীযূষ হাজারিক রয়টার্সকে বলেন, “৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘণ্টার মধ্যেই বন্যা পরিস্থিতি সংকটজনক হয়ে উঠছে।”
গত তিন দিনে পৃথক ঘটনায় সাত জন ডুবে মারা গেছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত জানান, উদ্ধার প্রচেষ্টা অব্যাহত আছে, হোজাই জেলার বন্যাকবলিত এলাকাগুলোয় আটকা পড়া ২ হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। ব্রহ্মপুত্র নদীর পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতের জাতীয় কর্তৃপক্ষ। ত্রাণ কার্যক্রমের দায়িত্বে থাকা আসামের রাজস্বমন্ত্রী যোগেন মোহন বলেছেন, “বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিমা হাসাও জেলা। এখানকার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। বন্যা ও ভূমিধসের কারণে সড়ক ও রেল যোগাযোগ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।” আসামে যখন মুষলধারে বৃষ্টি হচ্ছে তখন রাজধানী নয়া দিল্লিসহ উত্তরপশ্চিম ভারতের শহরগুলো তীব্র তাপদাহে পুড়ছে।