ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ভারতীয় ২ শিক্ষার্থীর লুণ্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অধ্যয়নরত ভারতীয় দুই শিক্ষার্থীর কাছ থেকে ডাকাতি করা মালামালসহ ডাকাতদলের সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. ফখরুল ইসলাম ফকু, মো. আলমাস, মো. সামুন, আব্দুল্লাহ আল ইউসুফ আহম্মেদ আশিক, মো. শাহিন, মো. বাবু ও মো. শফিকুল ইসলাম।
গত শুক্রবার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এবং কেরানীগঞ্জ থেকে এলাকা তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। তাদের গ্রেপ্তারের পর গতকাল শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি চাপাতি, ডাকাতি হওয়া একটি ল্যাপটপ ও একটি মোবাইলসহ ১৮টি মোবাইল, ৪৩ হাজার ৯৫০ ভারতীয় রুপি ও নগদ তিন হাজার টাকা উদ্ধারের কথাও জানানো হয়েছে। গত ২৩ জানুয়ারি ডা. সিরাজুল মেডিকেল কলেজের শিক্ষার্থী ভারতীয় নাগরিক শাহীল আহমেদ ও আসিফ ইকবাল মগবাজারে ডাকাতের কবলে পড়েন। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, একটি সাদা রংয়ের প্রাইভেটকারে আসা মুখোশধারী চারজন তাদের ঘিরে ফেলে। দুইজন সেই শিক্ষার্থীদের গলায় চাপাতি ঠেকিয়ে ধরে এবং অন্য দুই জন তাদের সাথে থাকা একটি ট্রলি ব্যাগ, একটি হ্যান্ডব্যাগ, একটি ল্যাপটপ, দুইটি মোবাইল ফোন, ৫৭ হাজার ভারতীয় রুপি, নগদ ৭ হাজার ৬০০ বাংলাদেশি টাকাসহ জিনিসপত্র ছিনিয়ে নেয়।
এ ঘটনায় গত ২৩ জানুয়ারি রমনা মডেল থানায় একটি মামলা হয়। তারপর ডাকাতদের ধরতে অভিযানে নামে পুলিশ। পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডাকাতির ঘটনায় তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জন্মশতবার্ষিকীতে তাজউদ্দীন আহমদকে শ্রদ্ধায় স্মরণ

ভারতীয় ২ শিক্ষার্থীর লুণ্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অধ্যয়নরত ভারতীয় দুই শিক্ষার্থীর কাছ থেকে ডাকাতি করা মালামালসহ ডাকাতদলের সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. ফখরুল ইসলাম ফকু, মো. আলমাস, মো. সামুন, আব্দুল্লাহ আল ইউসুফ আহম্মেদ আশিক, মো. শাহিন, মো. বাবু ও মো. শফিকুল ইসলাম।
গত শুক্রবার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এবং কেরানীগঞ্জ থেকে এলাকা তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। তাদের গ্রেপ্তারের পর গতকাল শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি চাপাতি, ডাকাতি হওয়া একটি ল্যাপটপ ও একটি মোবাইলসহ ১৮টি মোবাইল, ৪৩ হাজার ৯৫০ ভারতীয় রুপি ও নগদ তিন হাজার টাকা উদ্ধারের কথাও জানানো হয়েছে। গত ২৩ জানুয়ারি ডা. সিরাজুল মেডিকেল কলেজের শিক্ষার্থী ভারতীয় নাগরিক শাহীল আহমেদ ও আসিফ ইকবাল মগবাজারে ডাকাতের কবলে পড়েন। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, একটি সাদা রংয়ের প্রাইভেটকারে আসা মুখোশধারী চারজন তাদের ঘিরে ফেলে। দুইজন সেই শিক্ষার্থীদের গলায় চাপাতি ঠেকিয়ে ধরে এবং অন্য দুই জন তাদের সাথে থাকা একটি ট্রলি ব্যাগ, একটি হ্যান্ডব্যাগ, একটি ল্যাপটপ, দুইটি মোবাইল ফোন, ৫৭ হাজার ভারতীয় রুপি, নগদ ৭ হাজার ৬০০ বাংলাদেশি টাকাসহ জিনিসপত্র ছিনিয়ে নেয়।
এ ঘটনায় গত ২৩ জানুয়ারি রমনা মডেল থানায় একটি মামলা হয়। তারপর ডাকাতদের ধরতে অভিযানে নামে পুলিশ। পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডাকাতির ঘটনায় তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।