ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ফাইজার ও মডার্নার টিকা

  • আপডেট সময় : ১১:৩৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • ২৪৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ভারতে প্রথম শনাক্ত হওয়া দুইটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে ফাইজার ও মডার্নার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন। মার্কিন বিজ্ঞানীদের পরিচালিত নতুন এক গবেষণায় এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের এনওয়াইইউ গ্রসম্যান স্কুল অব মেডিসিন এবং এনওয়াইইউ ল্যানগোন সেন্টার পরিচালিত ল্যাবভিত্তিক এই গবেষণাটি এখনও প্রাথমিক বিবেচনা করা হচ্ছে। কেননা এটি এখনও পিয়ার রিভিউ জার্নালে প্রকাশ করা হয়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত সোমবার গবেষণাটির সিনিয়র লেখক নাথানিয়েল লানডাও বলেন, ‘আমরা দেখতে পেয়েছি ভ্যাকসিনগুলোর অ্যান্টিবডি এসব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কিছুটা দুর্বল, তবে এতোটা নয় যে তা এসব ভ্যাকসিনগুলোর সুরক্ষা ক্ষমতাকে অকার্যকর করে দেবে।’
গবেষকরা দেখেছেন ভারতে প্রথম শনাক্ত হওয়া বি.১.৬১৭ এবং বি.১.৬১৮ ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে মডার্না ও ফাইজারের ভ্যাকসিন। নাথানিয়েল লানডাও বলেন, ‘আমাদের ফলাফল আত্মবিশ্বাসী যে বর্তমান ভ্যাকসিনই আজ পর্যন্ত শনাক্ত হওয়া সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম।’ তবে নতুন সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এই ভ্যাকসিনগুলো কার্যকর থাকবে তা নিয়ে খুব আশাবাদী নন বিজ্ঞানীরা। বিশ্ব পর্যায়ে টিকা দান অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ফাইজার ও মডার্নার টিকা

আপডেট সময় : ১১:৩৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১

প্রত্যাশা ডেস্ক : ভারতে প্রথম শনাক্ত হওয়া দুইটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে ফাইজার ও মডার্নার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন। মার্কিন বিজ্ঞানীদের পরিচালিত নতুন এক গবেষণায় এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের এনওয়াইইউ গ্রসম্যান স্কুল অব মেডিসিন এবং এনওয়াইইউ ল্যানগোন সেন্টার পরিচালিত ল্যাবভিত্তিক এই গবেষণাটি এখনও প্রাথমিক বিবেচনা করা হচ্ছে। কেননা এটি এখনও পিয়ার রিভিউ জার্নালে প্রকাশ করা হয়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত সোমবার গবেষণাটির সিনিয়র লেখক নাথানিয়েল লানডাও বলেন, ‘আমরা দেখতে পেয়েছি ভ্যাকসিনগুলোর অ্যান্টিবডি এসব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কিছুটা দুর্বল, তবে এতোটা নয় যে তা এসব ভ্যাকসিনগুলোর সুরক্ষা ক্ষমতাকে অকার্যকর করে দেবে।’
গবেষকরা দেখেছেন ভারতে প্রথম শনাক্ত হওয়া বি.১.৬১৭ এবং বি.১.৬১৮ ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে মডার্না ও ফাইজারের ভ্যাকসিন। নাথানিয়েল লানডাও বলেন, ‘আমাদের ফলাফল আত্মবিশ্বাসী যে বর্তমান ভ্যাকসিনই আজ পর্যন্ত শনাক্ত হওয়া সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম।’ তবে নতুন সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এই ভ্যাকসিনগুলো কার্যকর থাকবে তা নিয়ে খুব আশাবাদী নন বিজ্ঞানীরা। বিশ্ব পর্যায়ে টিকা দান অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন তারা।