ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ

  • আপডেট সময় : ০৮:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানে চলমান তীব্র গণবিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কার মুখে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার।

বুধবার (১৪ জানুয়ারী) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জারি করা এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বর্তমানে ইরানে প্রায় দশ হাজার সাতশ’র বেশি ভারতীয় নাগরিক বসবাস করছেন, যাদের মধ্যে বড় একটি অংশ শিক্ষার্থী, ব্যবসায়ী এবং তীর্থযাত্রী। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কথা বিবেচনা করে সেখানে অবস্থানরত সব ভারতীয়কে যেকোনো উপলব্ধ উপায়ে দ্রুত দেশত্যাগ করতে বলা হয়েছে। যারা এখনই ফিরতে পারছেন না, তাদের চলাফেরা সীমিত রাখা এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ইরানের এই অভ্যন্তরীণ অস্থিরতাকে কেন্দ্র করে বৈশ্বিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন এবং হোয়াইট হাউস থেকে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির বিষয়ে সতর্ক করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

তবে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের বেশ কিছু দেশ এই সংঘাতে সরাসরি অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে ইরান এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেছে। বর্তমান প্রেক্ষাপটে মস্কোও ওয়াশিংটনের কড়া সমালোচনা করে জানিয়েছে, পশ্চিমারা ইরানের অভ্যন্তরীণ সংকটকে ব্যবহার করে সেখানে সরকার পতনের ষড়যন্ত্র করছে।

সূত্র: আরটি

ওআ/আপ্র/১৩/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ

আপডেট সময় : ০৮:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানে চলমান তীব্র গণবিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কার মুখে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার।

বুধবার (১৪ জানুয়ারী) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জারি করা এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বর্তমানে ইরানে প্রায় দশ হাজার সাতশ’র বেশি ভারতীয় নাগরিক বসবাস করছেন, যাদের মধ্যে বড় একটি অংশ শিক্ষার্থী, ব্যবসায়ী এবং তীর্থযাত্রী। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কথা বিবেচনা করে সেখানে অবস্থানরত সব ভারতীয়কে যেকোনো উপলব্ধ উপায়ে দ্রুত দেশত্যাগ করতে বলা হয়েছে। যারা এখনই ফিরতে পারছেন না, তাদের চলাফেরা সীমিত রাখা এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ইরানের এই অভ্যন্তরীণ অস্থিরতাকে কেন্দ্র করে বৈশ্বিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন এবং হোয়াইট হাউস থেকে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির বিষয়ে সতর্ক করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

তবে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের বেশ কিছু দেশ এই সংঘাতে সরাসরি অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে ইরান এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেছে। বর্তমান প্রেক্ষাপটে মস্কোও ওয়াশিংটনের কড়া সমালোচনা করে জানিয়েছে, পশ্চিমারা ইরানের অভ্যন্তরীণ সংকটকে ব্যবহার করে সেখানে সরকার পতনের ষড়যন্ত্র করছে।

সূত্র: আরটি

ওআ/আপ্র/১৩/০১/২০২৬