ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

ভারতকে হারিয়ে ইংল্যান্ডের মেয়েদের প্রথম পয়েন্ট

  • আপডেট সময় : ১১:১৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক :চার্লি ডিনের স্পিন বিষে নীল ভারত। এই স্পিনার চার উইকেট নিয়ে নারী বিশ্বকাপে চার ম্যাচে ইংল্যান্ডকে প্রথম পয়েন্ট এনে দিলেন। বুধবার (১৬ মার্চ) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ৪ উইকেটে প্রথম জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
২৩ রান দিয়ে ৪ উইকেট নেন ডিন। ৩৬.২ ওভারে ভারত মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায়, ২০০৫ সালের ফাইনালের পর থেকে কোনো বিশ্বকাপে এটি তাদের সর্বনি¤œ স্কোর।
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ফিল্ডিংয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসে ইংল্যান্ড তাদের চতুর্থ ম্যাচে। গোছালো ফিল্ডিংয়ে ভারতকে বেশিদূর যেতে দেয়নি চারবারের চ্যাম্পিয়নরা।
প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে কেবল ওপেনার স্মৃতি মান্ধানা (৩৫) ও হারমানপ্রীত কৌর (১৪) দুই অঙ্কের ঘরে রান করেন। ৮৬ রানে ৭ উইকেট হারানো ভারত একশ পেরোয় রিচা ঘোষ ও ঝুলন গোস্বামীর ৩৭ রানের জুটিতে। শেষ দিকে এই দুজনই শুধু দুই অঙ্কের ঘরে রান করেন। রিচা ৩৩ ও ঝুলন ২০ রান করেন।
ইংল্যান্ডের পক্ষে আনিয়া শ্রুবসোল দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নেন।
সহজ লক্ষ্যে নেমে প্রথম দুই ওভারে ২ ওপেনারকে হারিয়ে বিপদে পড়েছিল ইংল্যান্ড। অবশ্য সেই ধাক্কা সামলে ওঠে তারা ন্যাট স্কিভার ও হিদার নাইটের জুটিতে। স্কিভার ৪৫ রানে আউট হওয়ার পর অধিনায়ক নাইট দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
যদিও ৩০তম ওভারে মেঘনা সিং জোড়া আঘাত করেন। তবে জয় পেতে সমস্যা হয়নি ইংলিশদের। নাইট সর্বোচ্চ ৫৩ রানে অপরাজিত ছিলেন। ৩১.২ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান করে ইংল্যান্ড।
মেঘনা ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন। এক উইকেট নিয়ে মেয়েদের ওয়ানডেতে ২৫০ উইকেটের মাইলফলক ছোঁন ঝুলন।
৪ ম্যাচে ভারত ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। আর ২ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে ষষ্ঠ ইংল্যান্ড।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতকে হারিয়ে ইংল্যান্ডের মেয়েদের প্রথম পয়েন্ট

আপডেট সময় : ১১:১৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক :চার্লি ডিনের স্পিন বিষে নীল ভারত। এই স্পিনার চার উইকেট নিয়ে নারী বিশ্বকাপে চার ম্যাচে ইংল্যান্ডকে প্রথম পয়েন্ট এনে দিলেন। বুধবার (১৬ মার্চ) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ৪ উইকেটে প্রথম জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
২৩ রান দিয়ে ৪ উইকেট নেন ডিন। ৩৬.২ ওভারে ভারত মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায়, ২০০৫ সালের ফাইনালের পর থেকে কোনো বিশ্বকাপে এটি তাদের সর্বনি¤œ স্কোর।
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ফিল্ডিংয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসে ইংল্যান্ড তাদের চতুর্থ ম্যাচে। গোছালো ফিল্ডিংয়ে ভারতকে বেশিদূর যেতে দেয়নি চারবারের চ্যাম্পিয়নরা।
প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে কেবল ওপেনার স্মৃতি মান্ধানা (৩৫) ও হারমানপ্রীত কৌর (১৪) দুই অঙ্কের ঘরে রান করেন। ৮৬ রানে ৭ উইকেট হারানো ভারত একশ পেরোয় রিচা ঘোষ ও ঝুলন গোস্বামীর ৩৭ রানের জুটিতে। শেষ দিকে এই দুজনই শুধু দুই অঙ্কের ঘরে রান করেন। রিচা ৩৩ ও ঝুলন ২০ রান করেন।
ইংল্যান্ডের পক্ষে আনিয়া শ্রুবসোল দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নেন।
সহজ লক্ষ্যে নেমে প্রথম দুই ওভারে ২ ওপেনারকে হারিয়ে বিপদে পড়েছিল ইংল্যান্ড। অবশ্য সেই ধাক্কা সামলে ওঠে তারা ন্যাট স্কিভার ও হিদার নাইটের জুটিতে। স্কিভার ৪৫ রানে আউট হওয়ার পর অধিনায়ক নাইট দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
যদিও ৩০তম ওভারে মেঘনা সিং জোড়া আঘাত করেন। তবে জয় পেতে সমস্যা হয়নি ইংলিশদের। নাইট সর্বোচ্চ ৫৩ রানে অপরাজিত ছিলেন। ৩১.২ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান করে ইংল্যান্ড।
মেঘনা ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন। এক উইকেট নিয়ে মেয়েদের ওয়ানডেতে ২৫০ উইকেটের মাইলফলক ছোঁন ঝুলন।
৪ ম্যাচে ভারত ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। আর ২ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে ষষ্ঠ ইংল্যান্ড।