ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপে আগামী রবিবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বহুল কাঙ্ক্ষিত এই ম্যাচ ঘিরে দুই দেশের ক্রিকেটাররা মেতেছেন কথার লড়াইয়ে। সেই তালিকায় যোগ দিলেন ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং। তিনি জানিয়ে রাখলেন, ভারতকে হারানোর সামর্থ্য শুধু ভারতেরই রয়েছে।
”যদি এমন কোনো দল থাকে যারা ভারতকে হারাতে পারে, সেটা ভারতীয় দলই। অনেক শক্তিশালী এই দল। বিরাট কোহলি আর রোহিত শর্মা না থাকলেও, আমাদের দলে দারুণ প্রতিভা রয়েছে।”
পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে ভারত-পাকিস্তান। হরভজন মনে করেন এই দুই দেশের সম্পর্ক ভালো না হওয়া পর্যন্ত একে অপরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলা উচিত নয়।
”ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। কিন্তু ‘অপারেশন সিঁদুর’ এর পরে সবাই বলেছে, ক্রিকেট ও বাণিজ্য, দুটোই বন্ধ রাখা উচিত। আমরা ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ খেলেছিলাম, কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলিনি।”
দুই দেশের সম্পর্ক ভালো হওয়ার বিষয়টিতেও জোর দিয়েছেন হরভজন।
”প্রতিটি মানুষের নিজস্ব মত থাকতে পারে। আমি মনে করি, সম্পর্ক ভাল না হলে ক্রিকেট বা বাণিজ্য,কোনোটাই হওয়া উচিত নয়। অবশ্যই সরকার যদি খেলার অনুমতি দেয়, সেটা আলাদা বিষয়, কিন্তু সম্পর্ক ভালো হওয়াটা সবচেয়ে জরুরি।”
১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি ভারত-পাকিস্তান। টি-টোয়েন্টিতে সবশেষ পাঁচ দেখায় ভারত জিতেছে তিনবার, পাকিস্তান জিতেছি দুটিতে। সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছিল ভারত।
ওআ/আপ্র/১০/০৯/২০২৫