ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ভারতকে সীমান্তে ‘জঘন্য কর্ম বন্ধের আহ্বান বাংলাদেশের

  • আপডেট সময় : ০৮:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গত ৭ অক্টোবর ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গুলিবিদ্ধ হয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা মো. কামাল হোসেন নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে প্রতিবাদ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের ‘জঘন্য কর্মকা-ের’ পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সব সীমান্ত হত্যাকা-ের তদন্ত ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
বুধবার (৯ অক্টোবর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো এক নোটে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, সীমান্ত হত্যাকা-কে ‘শূন্য পর্যায়ে’ নামিয়ে আনার জন্য ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও বিএসএফের হাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, সীমান্ত হত্যার এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযাচিত। এই ধরনের কাজ সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা, ১৯৭৫-এর বিধান লঙ্ঘন করে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভারতকে সীমান্তে ‘জঘন্য কর্ম বন্ধের আহ্বান বাংলাদেশের

আপডেট সময় : ০৮:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গত ৭ অক্টোবর ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গুলিবিদ্ধ হয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা মো. কামাল হোসেন নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে প্রতিবাদ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের ‘জঘন্য কর্মকা-ের’ পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সব সীমান্ত হত্যাকা-ের তদন্ত ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
বুধবার (৯ অক্টোবর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো এক নোটে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, সীমান্ত হত্যাকা-কে ‘শূন্য পর্যায়ে’ নামিয়ে আনার জন্য ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও বিএসএফের হাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, সীমান্ত হত্যার এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযাচিত। এই ধরনের কাজ সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা, ১৯৭৫-এর বিধান লঙ্ঘন করে।