ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

ভারতকে পাকিস্তানের ওপেন চ্যালেঞ্জ

  • আপডেট সময় : ০২:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান লড়াই মানেই উত্তেজনার পরশ। মাঠের ক্রিকেটে অবস্থা যাই হোক না কেন, খেলার আগে দুই দেশের কথার লড়াই চলে যায় ভিন্ন মাত্রায়। সেই প্রমাণ পাওয়া গেল আবারো। গত তিন বছরে বড় প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে পাকিস্তান পাঁচটা ম্যাচ খেলে সবগুলো হেরেছে। এমন ফলের পরও এশিয়া কাপের আগে ভারতকে হারানোর চ্যালেঞ্জ করেছে পাকিস্তান।

আগামী মাসে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাহিতে আয়োজিত প্রতিযোগিতায় ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে পাকিস্তানের নির্বাচক প্রধান আকিব জাভেদ ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। সংবাক সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের এই দলের ভারতকে হারানোর ক্ষমতা আছে। আমরা ভারতকে হারানোর জন্য তৈরি। আপনি মানুন বা না মানুন, বিশ্বক্রিকেটে ভারত-পাকিস্তানের থেকে বড় ম্যাচ নেই।’

শুধু ভারত নয়, বাকি সকল দেশকে হারানোর ক্ষমতাও তাদের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন আকিব। তিনি বলেন, ‘আমাদের দল যেকোনো দলকে হারাতে পারে। এখন দু’দেশের মধ্যে কী সম্পর্ক তা সকলে জানে। আমরা পাকিস্তানের জন্য খেলব। দলের ছেলেরা তৈরি। আমরা দেখিয়ে দেব, পাকিস্তান ক্রিকেট কী। দুবাইয়ে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। সেটা কাজে লাগাব।’

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতকে হারিয়েছিল পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দাপটে ১০ উইকেটে জিতেছিল তারা। বাবর ও রিজওয়ান এশিয়া কাপের দলে সুযোগ পাননি।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির কাঁধে ভর করে টান টান ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ২০২৩ সালে এশিয়া কাপের পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের কাছে হেরেছে পাকিস্তান।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভারতকে পাকিস্তানের ওপেন চ্যালেঞ্জ

আপডেট সময় : ০২:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান লড়াই মানেই উত্তেজনার পরশ। মাঠের ক্রিকেটে অবস্থা যাই হোক না কেন, খেলার আগে দুই দেশের কথার লড়াই চলে যায় ভিন্ন মাত্রায়। সেই প্রমাণ পাওয়া গেল আবারো। গত তিন বছরে বড় প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে পাকিস্তান পাঁচটা ম্যাচ খেলে সবগুলো হেরেছে। এমন ফলের পরও এশিয়া কাপের আগে ভারতকে হারানোর চ্যালেঞ্জ করেছে পাকিস্তান।

আগামী মাসে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাহিতে আয়োজিত প্রতিযোগিতায় ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই ম্যাচের আগে পাকিস্তানের নির্বাচক প্রধান আকিব জাভেদ ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। সংবাক সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের এই দলের ভারতকে হারানোর ক্ষমতা আছে। আমরা ভারতকে হারানোর জন্য তৈরি। আপনি মানুন বা না মানুন, বিশ্বক্রিকেটে ভারত-পাকিস্তানের থেকে বড় ম্যাচ নেই।’

শুধু ভারত নয়, বাকি সকল দেশকে হারানোর ক্ষমতাও তাদের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন আকিব। তিনি বলেন, ‘আমাদের দল যেকোনো দলকে হারাতে পারে। এখন দু’দেশের মধ্যে কী সম্পর্ক তা সকলে জানে। আমরা পাকিস্তানের জন্য খেলব। দলের ছেলেরা তৈরি। আমরা দেখিয়ে দেব, পাকিস্তান ক্রিকেট কী। দুবাইয়ে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। সেটা কাজে লাগাব।’

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতকে হারিয়েছিল পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দাপটে ১০ উইকেটে জিতেছিল তারা। বাবর ও রিজওয়ান এশিয়া কাপের দলে সুযোগ পাননি।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির কাঁধে ভর করে টান টান ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ২০২৩ সালে এশিয়া কাপের পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের কাছে হেরেছে পাকিস্তান।

এসি/