নিজস্ব প্রতিবেদক : ঢাকার ভাটারা থানা এলাকায় এক নারীর হাত-পা বাঁধা গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে ভাটারা থানার কোকাকোলা ঢালী বাড়ি সড়কের পাশে একটি খালি প্লটে গড়ে উঠা কলার বাগানে একটি কাগজের কার্টনে লাশটি পড়ে ছিল। খবর পেয়ে র্যাব গিয়ে আনুমানিক ৩০ বছর বয়সী ও নারীর লাশ উদ্ধার করে।
র্যাব জানিয়েছে, ওই নারীর নাম শিপন আকতার, বাবার নাম আব্দুল কুদ্দুস। বাড়ি বগুড়ার সোনাতলায়।
ভাটারা থানার ওসি সাজেদুর রহমান বলেন, “আমরা প্রাপ্ত ঠিকানা অনুযায়ী সংশ্লিষ্ট জেলায় খবর পাঠিয়েছি। সেখান থেকে তথ্য আসলে পুরো বিষয় জানা যাবে।”
ওসি জানান, যেখানে লাশটি পাওয়া গেছে, সেখানকার কেউ ওই নারীকে চেনে না। তাই ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর সেখানে লাশ ফেলে রাখা হয়। র্যাব জানায়, ওই খালি প্লট থেকে দূর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশ এবং র্যাবকে খবর দেয়।
ভাটারায় নারীর হাত-পা বাঁধা লাশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ