যশোর সংবাদদাতা : শার্শার আফিল জুট মিলে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর ১টার সময় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় আলী হোসেন নামে একজন শ্রমিক আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ বলেন, ‘এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন এখন নিয়ন্ত্রণে আছে।’