ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন কৃতি স্যানন

  • আপডেট সময় : ০৫:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

বলিউড তারকাদের পর্দায় দেখে দর্শকদের ধারণা, জীবন যেন রঙের পাত্রে ডোবানো। সেই জীবনে পেলে যেন কোনও সমস্যা আর থাকবে না। তবে সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী কৃতি স্যানন। কাজের চাপে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল তার। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে নাকি দুর্বিষহ অবস্থা হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘ছবির প্রচার কিন্তু খুব ক্লান্তিকর একটা কাজ। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে আমি খুবই ভেঙে পড়েছিলাম। সেই বছর আমার আরও দু’তিনটি ছবি মুক্তি পেয়েছিল।’ ‘তাই দুই-তিন সপ্তাহ আগে থেকেই আমাকে ছবির প্রচারের কাজ করতে হয়েছে। ‘ভেড়িয়া’র জন্য আমাদের বিভিন্ন শহরে প্রচারে যেতে হয়েছে। পাশাপাশি রাতেও কাজ করেছি। সব সাক্ষাৎকারে একই কথা বলতে হয়েছে। মনে হত, এই উত্তরগুলো রেকর্ড করে রাখলেই তো হয়।

এমনকি বরুণের উত্তরও আমার মুখস্থ হয়ে গিয়েছিল।’ ছবির প্রচারের জন্য তারকাদের বিভিন্ন জায়গায় যেতে হয় যা বেশ কষ্টকর। কৃতির কথায়, ‘ছবির প্রচারের শেষ দিনে এক রিয়্যালিটি শো-তে উপস্থিত থাকার কথা ছিল। ভ্যানিটি ভ্যানে আমি তৈরি হচ্ছিলাম।’ এরপর অভিনেত্রী কান্নার কথা উল্লেখ করে বলেন, ‘কথা বলতে বলতে হঠাৎ আমি কেঁদে ফেলি। বাধ্য হয়ে বলি, ‘আমি খুব ক্লান্ত। আর পারছি না আমি।’

চারপাশের সবাই আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মানসিক স্বাস্থ্যের উপরেও এর প্রভাব পড়ে।’ প্রসঙ্গত, যতই ক্লান্তি ও পরিশ্রম থাকুক, নিজের কাজকে ভালোবাসেন কৃতি। অভিনেত্রীকে শেষ দেখা গেছে ‘দো পত্তি’ নামে এক ছবিতে। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন নায়িকা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন কৃতি স্যানন

আপডেট সময় : ০৫:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

বলিউড তারকাদের পর্দায় দেখে দর্শকদের ধারণা, জীবন যেন রঙের পাত্রে ডোবানো। সেই জীবনে পেলে যেন কোনও সমস্যা আর থাকবে না। তবে সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী কৃতি স্যানন। কাজের চাপে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল তার। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে নাকি দুর্বিষহ অবস্থা হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘ছবির প্রচার কিন্তু খুব ক্লান্তিকর একটা কাজ। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে আমি খুবই ভেঙে পড়েছিলাম। সেই বছর আমার আরও দু’তিনটি ছবি মুক্তি পেয়েছিল।’ ‘তাই দুই-তিন সপ্তাহ আগে থেকেই আমাকে ছবির প্রচারের কাজ করতে হয়েছে। ‘ভেড়িয়া’র জন্য আমাদের বিভিন্ন শহরে প্রচারে যেতে হয়েছে। পাশাপাশি রাতেও কাজ করেছি। সব সাক্ষাৎকারে একই কথা বলতে হয়েছে। মনে হত, এই উত্তরগুলো রেকর্ড করে রাখলেই তো হয়।

এমনকি বরুণের উত্তরও আমার মুখস্থ হয়ে গিয়েছিল।’ ছবির প্রচারের জন্য তারকাদের বিভিন্ন জায়গায় যেতে হয় যা বেশ কষ্টকর। কৃতির কথায়, ‘ছবির প্রচারের শেষ দিনে এক রিয়্যালিটি শো-তে উপস্থিত থাকার কথা ছিল। ভ্যানিটি ভ্যানে আমি তৈরি হচ্ছিলাম।’ এরপর অভিনেত্রী কান্নার কথা উল্লেখ করে বলেন, ‘কথা বলতে বলতে হঠাৎ আমি কেঁদে ফেলি। বাধ্য হয়ে বলি, ‘আমি খুব ক্লান্ত। আর পারছি না আমি।’

চারপাশের সবাই আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মানসিক স্বাস্থ্যের উপরেও এর প্রভাব পড়ে।’ প্রসঙ্গত, যতই ক্লান্তি ও পরিশ্রম থাকুক, নিজের কাজকে ভালোবাসেন কৃতি। অভিনেত্রীকে শেষ দেখা গেছে ‘দো পত্তি’ নামে এক ছবিতে। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন নায়িকা।