ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ভবানিপুরের উপনির্বাচন চলবে: উচ্চ আদালত

  • আপডেট সময় : ১১:২৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়া ভবানিপুর আসনের উপনির্বাচন বাতিল হবে না বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট। এই উপনির্বাচন ঠেকাতে করা একটি আবেদন নাকচ করে দিয়ে এই আদেশ দেয় আদালত। রায়ে বলা হয়েছে পরিকল্পনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এই আসনে ভোট গ্রহণ চলবে।
কলকাতার ভবানিপুর আসনে উপনির্বাচনের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনের চিঠিতে সাংবিধানিক প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। এর বিরুদ্ধেই কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।
আদালতের শুনানিতে নির্বাচন কমিশনের তরফে বলা হয়, আবেদনকারী সাংবিধানিক প্রয়োজনীয়তার ভুল ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এতে ভোটারদের প্রভাবিত করার মতো কোনও অর্থ তৈরি হয় না।
২০১১ ও ২০১৬ সালেও ভবানিপুর আসন থেকে প্রতিনিধি নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরের নির্বাচনে তৃণমূলের শোভনদেব চৌধুরী সেখানে নির্বাচিত হন। তিনি পদত্যাগের পর আসনটি শুন্য হয়।
এবারের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিজেপির প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। ৪১ বছর বয়সী তিব্রেওয়াল কলকাতা হাই কোর্টের একজন আইনজীবী।
গত নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ে তৃণমূল কংগ্রেস। তবে নন্দিগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে মুখ্যমন্ত্রী থাকতে হলে ছয় মাসের মধ্যে কোনও আসন থেকে নির্বাচিত হয়ে আসতে হবে। আর সেই কারণেই ভবানিপুরে প্রার্থী হয়েছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

ভবানিপুরের উপনির্বাচন চলবে: উচ্চ আদালত

আপডেট সময় : ১১:২৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়া ভবানিপুর আসনের উপনির্বাচন বাতিল হবে না বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট। এই উপনির্বাচন ঠেকাতে করা একটি আবেদন নাকচ করে দিয়ে এই আদেশ দেয় আদালত। রায়ে বলা হয়েছে পরিকল্পনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এই আসনে ভোট গ্রহণ চলবে।
কলকাতার ভবানিপুর আসনে উপনির্বাচনের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনের চিঠিতে সাংবিধানিক প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। এর বিরুদ্ধেই কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।
আদালতের শুনানিতে নির্বাচন কমিশনের তরফে বলা হয়, আবেদনকারী সাংবিধানিক প্রয়োজনীয়তার ভুল ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এতে ভোটারদের প্রভাবিত করার মতো কোনও অর্থ তৈরি হয় না।
২০১১ ও ২০১৬ সালেও ভবানিপুর আসন থেকে প্রতিনিধি নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরের নির্বাচনে তৃণমূলের শোভনদেব চৌধুরী সেখানে নির্বাচিত হন। তিনি পদত্যাগের পর আসনটি শুন্য হয়।
এবারের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিজেপির প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। ৪১ বছর বয়সী তিব্রেওয়াল কলকাতা হাই কোর্টের একজন আইনজীবী।
গত নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ে তৃণমূল কংগ্রেস। তবে নন্দিগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে মুখ্যমন্ত্রী থাকতে হলে ছয় মাসের মধ্যে কোনও আসন থেকে নির্বাচিত হয়ে আসতে হবে। আর সেই কারণেই ভবানিপুরে প্রার্থী হয়েছেন তিনি।