বিনোদন ডেস্ক : অসুস্থতার কারণে ‘বিষাদগ্রস্ত’ দক্ষিণ ভারতের নায়িকা সামান্থা রুথ প্রভুকে উৎফুল্ল থাকতে ‘ডেট’ করার পরামর্শ দিয়েছেন তার এক ভক্ত। ‘শকুন্তলম‘ সিনেমার প্রচারে ব্যস্ত থাকা সামান্থাকে টুইটারে তার ভক্ত এই পরামর্শ দেন বলে জানিয়েছে এনডিটিভি। এ ধরনের পরামর্শে বিরক্ত হননি সামান্থা, রেগেও যাননি। বিষয়টি সহজভাবে নিয়ে উত্তর দিয়েছেন স্বাভাবিকভাবে। টুইটারে সামাস্থাকে ট্যাগ করে একটি পুরনো ভিডিও শেয়ার করে সেই ভক্ত লেখেন, “আমার বলা উচিত নয়, জানি। কিন্তু প্লিজ কারো সাথে ডেট কর তুমি।“
ভিডিওটি দেখে সামান্থা জবাবে লেখেন, “তোমার মত করে এমন ভালো কে বাসবে আমাকে?” উত্তরে ভক্ত লেখেন, “আমি! তোমার চারপাশে এত ভিড়ের মধ্যে আমার আবেদন কি গ্রহণযোগ্য হবে?” সামান্থা ওই কথার উত্তর না দিলেও আরেক ভক্ত লিখেছেন, “আমরা তোমার পাশে আছি সামান্থা, ভালোবাসা নিও।“ গত বছর থেকে মায়োসাইটিসে ভুগছেন সামান্থা। এই অটোইমিউন রোগ থেকে রেহাই পেতে প্রথমে ভারতে, পরে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ায় চিকিৎসা করিয়েছেন তিনি। তাতে দৈনন্দিন জীবনযাত্রা চালাতে বেশ বেগ পেতে হয়েছে সামান্থাকে। অসুখ থেকে কিছুটা সেরে ওঠায় সামান্থা সময় দিচ্ছেন সিনেমার প্রচারে। কালিদাসের অভিজ্ঞান ‘শকুন্তলম’ নাটকের চলচ্চিত্রায়নে শকুন্তলা হয়েছেন সামান্থা, আর দুষ্মন্ত হয়েছেন দেব মোহন। সিনেমাটি ফেব্রুয়ারির ১৭ তারিখে মুক্তির কথা থাকলেও তা হয়নি। মুক্তির নতুন তারিখ ঠিক হয়েছে ১৪ এপ্রিল। সামান্থা বর্তমানে ‘সাইটাডেল’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন, যা আসছে অ্যামাজন প্রাইমে। রাজ ও ডিকে পরিচালিত ওই সিরিজে সামান্থার সঙ্গে কাজ করছেন বরুণ ধাওয়ান।
ভক্তের পরামর্শ, সামান্থার উত্তর
ট্যাগস :
ভক্তের পরামর্শ
জনপ্রিয় সংবাদ