ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

ভক্তদের ঈদ শুভেচ্ছা জানালেন হামজা-জামাল

  • আপডেট সময় : ০২:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

হামজা চৌধুরী- ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক: সোমবার বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারা। পাশাপাশি তারা ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভোলেননি। লাল-সবুজ জার্সিতে কয়েকদিন আগে ফুটবলে অভিষিক্ত হামজা চৌধুরী ইংল্যান্ড থেকে ঈদ শুভেচ্ছা জানালেন। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াও ঈদ আনন্দ ভাগাভাগি করলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিও বার্তায় জাতীয় দলের দুই তারকা ফুটবলার সবার মঙ্গল কামনা করে ঈদের শুভেচ্ছা জানালেন।

বাফুফের ভিডিওতে হামজা বলেন, ‘আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশাআল্লাহ।’

জামাল বললেন, ‘ঈদ মোবারক। আশা করি পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জার্সি পরেন হামজা। স্কোর গোলশূন্য থাকলেও শুরুতেই আলো ছড়িয়েছেন হামজা। ওই ম্যাচের একাদশে ছিলেন না জামাল। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচ খেলবে ১০ জুন ঢাকায়। ওই ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভক্তদের ঈদ শুভেচ্ছা জানালেন হামজা-জামাল

আপডেট সময় : ০২:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: সোমবার বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারা। পাশাপাশি তারা ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভোলেননি। লাল-সবুজ জার্সিতে কয়েকদিন আগে ফুটবলে অভিষিক্ত হামজা চৌধুরী ইংল্যান্ড থেকে ঈদ শুভেচ্ছা জানালেন। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াও ঈদ আনন্দ ভাগাভাগি করলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিও বার্তায় জাতীয় দলের দুই তারকা ফুটবলার সবার মঙ্গল কামনা করে ঈদের শুভেচ্ছা জানালেন।

বাফুফের ভিডিওতে হামজা বলেন, ‘আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশাআল্লাহ।’

জামাল বললেন, ‘ঈদ মোবারক। আশা করি পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জার্সি পরেন হামজা। স্কোর গোলশূন্য থাকলেও শুরুতেই আলো ছড়িয়েছেন হামজা। ওই ম্যাচের একাদশে ছিলেন না জামাল। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচ খেলবে ১০ জুন ঢাকায়। ওই ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার।