ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

  • আপডেট সময় : ০৭:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। ফলে পুরোপুরি উৎপাদন বন্ধ রয়েছে এই কেন্দ্র থেকে। যদিও কর্তৃপক্ষ বলছে, আগামী এক সপ্তাহের মধ্যেই আবারও উৎপাদন শুরু হবে এই বিদ্যুৎকেন্দ্র থেকে।

গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হওয়ার কারণে তা বন্ধ করে দিতে বাধ্য হয় তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, ‘বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কাউন্টার থেকে উৎপাদন শুরু হবে বলে আশা করি।’

জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট প্রতিটি ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আর ৩ নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন।

এর মধ্যে ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে । ১ ও ৩ নম্বর ইউনিট থেকে উৎপাদন হচ্ছিল ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ। তবে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। চালু ছিল শুধু ১ নম্বর ইউনিট। সেই ইউনিটে বয়লারে লিকেজ হওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে মঙ্গলবার বিকালে ১ নম্বর ইউনিটটিও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম।

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

আপডেট সময় : ০৭:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। ফলে পুরোপুরি উৎপাদন বন্ধ রয়েছে এই কেন্দ্র থেকে। যদিও কর্তৃপক্ষ বলছে, আগামী এক সপ্তাহের মধ্যেই আবারও উৎপাদন শুরু হবে এই বিদ্যুৎকেন্দ্র থেকে।

গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হওয়ার কারণে তা বন্ধ করে দিতে বাধ্য হয় তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, ‘বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কাউন্টার থেকে উৎপাদন শুরু হবে বলে আশা করি।’

জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট প্রতিটি ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আর ৩ নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন।

এর মধ্যে ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে । ১ ও ৩ নম্বর ইউনিট থেকে উৎপাদন হচ্ছিল ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ। তবে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। চালু ছিল শুধু ১ নম্বর ইউনিট। সেই ইউনিটে বয়লারে লিকেজ হওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে মঙ্গলবার বিকালে ১ নম্বর ইউনিটটিও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম।