বিনোদন ডেস্ক: ২০২৪ সালের শেষে সবচেয়ে আলোচিত ছবি হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শঙ্খদাশ গুপ্ত পরিচালিত মেহজাবীন অভিনীত প্রথম ছবি ‘প্রিয় মালতী’। এবার ওটিটিতে আসছে সেই ছবি! দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে ‘প্রিয় মালতী’ দেখতে পারবেন দর্শক। এই ছবির মধ্য দিয়েই বড়পর্দায় প্রথমবার ছোটপর্দার সুপারস্টার অভিনেত্রী মেহজাবীনকে আবিষ্কার করেন দর্শক। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টায় স্ট্রিমিং হতে যাচ্ছে ‘প্রিয় মালতী’।
ঘোষণা দিয়ে চরকি জানায়, “সিনেমা হল-এ দর্শকদের মন জয় করে এবার চরকি’তে আসছে সবার ‘প্রিয় মালতী’, ৬ ফেব্রুয়ারি রাত ৮ টায়।” ‘প্রিয় মালতী’-তে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে তাকে দেখা যায় নিম্ন- মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারীর চরিত্রে। ছবিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা।