বিনোদন ডেস্ক: আমেরিকার কৃষ্ণাঙ্গ তারকা অ্যাঞ্জেলা ব্যাসেট অভিনীত বেশ কিছু চরিত্র দর্শকদের মনে ব্যাপক প্রভাব ফেলেছে। এরমধ্যে অন্যতম ওয়াকান্ডা রাজ্যের রানি রামন্ডা। মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘ব্ল্যাক প্যান্থার’ ও ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’ চলচ্চিত্রে এই ভূমিকায় তার অসামান্য অভিনয় দেখা গেছে। চার দশকের ক্যারিয়ারে বড় পর্দায় এমন অনেক অবদান রেখেছেন তিনি। এর স্বীকৃতি হিসেবে সম্মানসূচক অস্কার পেলেন ৬৫ বছর বয়সী এই অভিনেত্রী। গত ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডলবি থিয়েটারে ১৪তম গভর্নরস অ্যাওয়ার্ডসের সোনালি ট্রফি অ্যাঞ্জেলা ব্যাসেটের হাতে তুলে দেওয়া হয়। অস্কারজয়ী ১০ কৃষ্ণাঙ্গ নারীর নাম মুখে এনে তাদের প্রতি সম্মান জানান তিনি। তার আশা, চলচ্চিত্র শিল্পে অ-শ্বেতাঙ্গদের জন্য আরও সুযোগ সৃষ্টি হবে। নিজের অনুভূতিতে অ্যাঞ্জেলা ব্যাসেট বলেন, ‘আমরা চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ, আধুনিক-চিন্তাশীল এবং সর্বজনীন করে রেখে যাবো, এটাই আমার প্রার্থনা। দিন শেষে আমরা সবাই শুধু দারুণ ও অর্থবহ কাজ করার সুযোগ চাই।’ সম্মানসূচক অস্কার পাওয়া দ্বিতীয় কৃষ্ণাঙ্গ অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট। তার আগে প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে ২০১৮ সালে এই সম্মান পেয়েছিলেন প্রয়াত অভিনেত্রী সিসেলি টাইসন।
প্রতিযোগিতামূলক অস্কারজয়ী ১০ কৃষ্ণাঙ্গ নারী হলেন সেরা পার্শ্ব-অভিনেত্রী হ্যাটি ম্যাকড্যানিয়েল (গন উইথ দ্য উইন্ড, ১৯৪০), সেরা পার্শ্ব-অভিনেত্রী হুপি গোল্ডবার্গ (গোস্ট, ১৯৯০), সেরা অভিনেত্রী হ্যালি বেরি (মনস্টার’স বল, ২০০১), সেরা পার্শ্ব-অভিনেত্রী জেনিফার হাডসন (ড্রিমগার্লস, ২০০৬), সেরা পার্শ্ব-অভিনেত্রী মো’নিক (প্রিসিয়াস, ২০০৯), সেরা পার্শ্ব-অভিনেত্রী অক্টাভিয়া স্পেন্সার (দ্য হেল্প, ২০১১), সেরা পার্শ্ব-অভিনেত্রী লুপিটা নিয়োঙ্গো (টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ, ২০১৩), সেরা পার্শ্ব-অভিনেত্রী ভায়োলা ডেভিস (ফেন্সেস, ২০১৬), সেরা পার্শ্ব-অভিনেত্রী রেজিনা কিং (ইফ বিল স্ট্রিট কুড টক, ২০১৮) এবং সেরা পার্শ্ব-অভিনেত্রী আরিয়ানা ডিবোজ (ওয়েস্ট সাইড স্টোরি, ২০২১)। অ্যাঞ্জেলা ব্যাসেট দু’বার প্রতিযোগিতামূলক অস্কারের জন্য মনোনীত হয়েছেন। ১৯৯৩ সালে “হোয়াট’স লাভ গট টু ডু উইথ ইট” চলচ্চিত্রে কিংবদন্তি গায়িকা টিনা টার্নার চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পান তিনি। গত বছর ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’ ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে মনোনীত হন এই অভিনেত্রী। অ্যাঞ্জেলা ব্যাসেটের পাশাপাশি ৯৭ বছর বয়সী আমেরিকান কমেডিয়ান, চিত্রনাট্যকার ও পরিচালক মেল ব্রুকস সম্মানসূচক অস্কার পেয়েছেন। ৫৭ বছর আগে ‘দ্য প্রডিউচার্স’ (১৯৬৭) ছবির জন্য প্রতিযোগিতামূলক চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতেছেন তিনি। অ্যাঞ্জেলা ব্যাসেট ও মেল ব্রুকস ছাড়াও চলচ্চিত্র সম্পাদক ক্যারল লিটেলটন এবং সানড্যান্স চলচ্চিত্র উৎসবের নির্বাহী মিশেল স্যাটারকে সম্মাননা দিয়েছে অস্কার কর্তৃপক্ষ। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সেসের গভর্নর বোর্ড তাদের নির্বাচন করেছে। এবারের গভর্নর অ্যাওয়ার্ডস প্রদানের সময় অতিথি সারিতে ছিলেন হলিউডের হেভিওয়েট তারকারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য লিওনার্দো ডিক্যাপ্রিও, রবার্ট ডাউনি জুনিয়র, ব্র্যাডলি কুপার, নাটালি পোর্টম্যানসহ অনেকে।