অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানির ৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানি এক কোটি ৩৬ লাখ ১৫ হাজার ৩৭টি শেয়ার হাতবদল করে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ব্লক মার্কেটে ৭৭ কোটি ৪১ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটি ২৯ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে। বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ছয় কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তৃতীয় সর্বোচ্চ বেশি লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটি পাঁচ কোটি ৮০ লাখ ৭৪ হাজার টাকার লেনদেন করে।
এছাড়াও আমান কটোন অ্যান্ড ফাইবার্স লিমিটেড ৩০ লাখ ৬৭ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড দুই কোটি ৩২ লাখ ৫৯ হাজার টাকা, অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড ১০ লাখ ১০ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড পাঁচ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকা, বিবিএস ক্যাবলস লিমিটেড আট লাখ ৯৯ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেড দুই কোটি ৩৭ লাখ ৫১ হাজার টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড ৬৮ লাখ ৪০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড এক কোটি ৯৪ লাখ দুই হাজার টাকা, সিটি ব্যাংক লিমিটেড ৪৬ লাখ ৫০ হাজার টাকা, ডিবিএইচ লিমিটেড সাত লাখ ২৬ হাজার টাকা, ডরিন পাওয়ার লিমিটেড ১৬ লাখ ৮৫ হাজার টাকা, জিবিবি পাওয়ার লিমিটেড পাঁচ লাখ এক হাজার টাকার, জেনেক্স ইনফিউশন লিমিটেড ৪১ লাখ ৯১ হাজার টাকার, গ্রামীন ফোন লিমিটেড ৫০ লাখ ৭০ হাজার টাকা, কে অ্যান্ড কিউ লিমিটেড ১৩ লাখ ৯৭ হাজার টাকা, এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এক কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২২ লাখ ৪৪ হাজার টাকা, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৮৭ লাখ ৫০ হাজার টাকা, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড ৩২ লাখ ২৩ হাজার টাকা, এনআরবিসি ব্যাংক লিমিটেড চার কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকার, আরডি ফুড লিমিটেড দুই কোটি ৯৩ লাখ ৬১ হাজার টাকা, রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এক কোটি তিন লাখ ৩৮ হাজার টাকা, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তিন কোটি ৮৪ লাখ ৬৭ হাজার টাকার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৬ লাখ ৬০ হাজার টাকার, সিঙ্গার বিডি লিমিটেড ৪৯ লাখ ৯০ হাজার টাকা, সাইনপুকুর সিরামিকস লিমিটেড ১৫ কোটি ২১ লাখ টাকা, ট্রাস্ট ব্যাংক লিমিটেড ৪৪ লাখ ৫৭ হাজার টাকা এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ৫৫ লাখ ৯০ হাজার টাকার।
ব্লকে লেনদেন ৭৭ কোটি টাকা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ