ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ব্র্যাক ব্যাংকের খাদ্য সহায়তা

  • আপডেট সময় : ১২:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • ১৬৭ বার পড়া হয়েছে

বাণিজ্য ডেস্ক : স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘মেহমানখানা’য় খাদ্য সরবরাহ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। প্রথম খাবারের চালান গতকাল শনিবার পৌঁছেছে। ‘মেহমানখানা’ নামে পরিচিত এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি ঢাকার লালমাটিয়া আবাসিক এলাকায় এক ছোট্ট কোণে স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত হয়। ২০২০ সালের রমজান মাসে স্বল্প আয়ের মানুষদের খাওয়ানো দিয়ে তাদের যাত্রা শুরু হয়। মেহমানখানা’র স্বেচ্ছাসেবীরা বর্তমানে প্রতিদিন প্রায় ২ হাজার লোকের খাবার যোগান দেন। এছাড়াও যেসকল মধ্যবিত্ত পরিবার কোভিড এবং লকডাউন পরিস্থিতির কারণে তাদের আয়ের উৎস হারিয়েছেন এবং খাবারের জন্য বাইরে সারি করে দাঁড়াতে সংকোচ বোধ করেন, তাদের জন্য ৪০০-এরও বেশি খাবারের প্যাকেট পাঠিয়ে থাকেন। ব্র্যাক ব্যাংক আগামী ১০ মাস কোভিড ও লকডাউন পরিস্থিতির শিকার এই মানুষদের খাদ্য সহায়তায় মেহমানখানা-তে তার মাসিক রশদ সরবরাহ করবে। থিয়েটারের কর্মী লিজা আসমা আক্তার, যিনি তার বন্ধুদের সাথে মিলে মেহমানখানার নেতৃত্ব দিচ্ছেন, বলেন, ‘এটি পুরোপুরি স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত একটি সংস্থা। আমরা অনাথ শিশু, রিকশা চালক, রাস্তার বিক্রেতাদের এবং সমাজের প্রান্তিক ব্যক্তিদের জন্য খাবার সরবরাহ করতে চাই’। ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘আমরা মেহমানখানার এই চমৎকার মানবিক উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত ও গর্বিত’।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ব্র্যাক ব্যাংকের খাদ্য সহায়তা

আপডেট সময় : ১২:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১

বাণিজ্য ডেস্ক : স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘মেহমানখানা’য় খাদ্য সরবরাহ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। প্রথম খাবারের চালান গতকাল শনিবার পৌঁছেছে। ‘মেহমানখানা’ নামে পরিচিত এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি ঢাকার লালমাটিয়া আবাসিক এলাকায় এক ছোট্ট কোণে স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত হয়। ২০২০ সালের রমজান মাসে স্বল্প আয়ের মানুষদের খাওয়ানো দিয়ে তাদের যাত্রা শুরু হয়। মেহমানখানা’র স্বেচ্ছাসেবীরা বর্তমানে প্রতিদিন প্রায় ২ হাজার লোকের খাবার যোগান দেন। এছাড়াও যেসকল মধ্যবিত্ত পরিবার কোভিড এবং লকডাউন পরিস্থিতির কারণে তাদের আয়ের উৎস হারিয়েছেন এবং খাবারের জন্য বাইরে সারি করে দাঁড়াতে সংকোচ বোধ করেন, তাদের জন্য ৪০০-এরও বেশি খাবারের প্যাকেট পাঠিয়ে থাকেন। ব্র্যাক ব্যাংক আগামী ১০ মাস কোভিড ও লকডাউন পরিস্থিতির শিকার এই মানুষদের খাদ্য সহায়তায় মেহমানখানা-তে তার মাসিক রশদ সরবরাহ করবে। থিয়েটারের কর্মী লিজা আসমা আক্তার, যিনি তার বন্ধুদের সাথে মিলে মেহমানখানার নেতৃত্ব দিচ্ছেন, বলেন, ‘এটি পুরোপুরি স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত একটি সংস্থা। আমরা অনাথ শিশু, রিকশা চালক, রাস্তার বিক্রেতাদের এবং সমাজের প্রান্তিক ব্যক্তিদের জন্য খাবার সরবরাহ করতে চাই’। ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘আমরা মেহমানখানার এই চমৎকার মানবিক উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত ও গর্বিত’।