ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ব্রেমেরকে ১২-০ গালে হারাল বায়ার্ন

  • আপডেট সময় : ০৯:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : প্রতিপক্ষ দল জার্মান ফুটবলে পঞ্চম স্তরের দল। তাতে বায়ার্ন মিউনিখের কী! যন্ত্রের মতো গোলের পর গোল করে গেছে কাল বাভারিয়ানরা। গোলের ব্যবধান ১২-০! এমনকি ম্যাচের ৭৬ মিনিটে ব্রেমের ১০ জনের পরিণত হলেও ছাড় দেয়নি বায়ার্ন। তখন ৮-০ গোলে এগিয়ে থাকার পরও গোলের নেশায় মত্ত ছিল ইউলিয়ান নাগালসমানের দল।
জার্মান কাপে কাল রাতে প্রথম রাউন্ডে ব্রেমেরকে ১২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। স্কোরলাইনই বলে দিচ্ছে ব্রেমেরের ওপর নিয়ে কী ঝড়টাই না বয়ে গেছে! ব্রেমের ডিফেন্ডার উগো নোবিলে ৭৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর শেষ ১৪ মিনিটে আরও চার গোল করেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। ১৯৯৭ সালে এই জার্মান কাপেরই প্রথম রাউন্ডে ডিজেকে ওয়াল্ডবুর্গের বিপক্ষে ১৬-১ গোলের জয় তুলে নিয়েছিল বায়ার্ন। এরপর এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয় তাদের। এ নিয়ে পঞ্চমবারের মতো কোনো ম্যাচে ন্যূনতম ১০ গোল ব্যবধানে জিতল বায়ার্ন।
ম্যাচে ৩৫ মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নেন বায়ার্নের ক্যামেরুনের ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চুপো-মোতিং। শুধু হ্যাটট্রিক করেই সন্তুষ্ট থাকেননি তিনি। ৮২ মিনিটে তুলে নেন নিজের চতুর্থ গোল। শুধু তাই নয়, সতীর্থদের দিয়েও করিয়েছেন আরও তিন গোল। মূল স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি ও গোলকিপার ম্যানুয়েল নয়্যারকে ছাড়াই মাঠে নামা বায়ার্নের এই গোল উৎসবে শামিল হন জামাল মুসায়লা, মালিক তিলমান, লেরয় সানে, মিশেল কুইসানকে, বোউনা সার ও কোরেন্তিন তোলিসো।
৩৫ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেছেন বায়ার্নের ক্যামেরুন তারকা এরিক ম্যাক্সিম চুপো–মোতিং
৩৫ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেছেন বায়ার্নের ক্যামেরুন তারকা এরিক ম্যাক্সিম চুপো–মোতিংছবি: রয়টার্স
ম্যাচে বায়ার্নের আধিপত্য কতটা ছিল তা বুঝিয়ে দেবে পরিসংখ্যান। ব্রেমেরের গোলপোস্ট তাক করে ৩৭টি শট নিয়েছে বায়ার্ন। এর মধ্যে গোলপোস্টে ছিল ২১টি শট। ব্রেমেরের সৌভাগ্য যে আরও গোল হয়নি। চুপো-মোতিং একাই নিয়েছেন ৭টি শট। গত ১৬ বছরের মধ্যে জার্মান কাপে বায়ার্নের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাই চার গোলের দেখা পেলেন তিনি। ২০০৫ সালে ফ্রেইবুর্গের বিপক্ষে এই জার্মান কাপেই একাই চার গোল করেছিলেন পেরু কিংবদন্তি ক্লদিও পিজারো।
এই ম্যাচটা খেলার কথা ছিল গত ৬ আগস্ট। কিন্তু ব্রেমের স্কোয়াডে করোনা হানা দেওয়ায় ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়। লেভানডফস্কি ছাড়াও লেরয় গোর্তেকাকেও মাঠের বাইরে রাখেন নাগালসমান। বেঞ্চে বসিয়ে রাখেন আলফানসো ডেভিস ও সের্হি নাব্রিকে। তিলমান ও যুক্তরাস্ট্রের তরুণ টেলর বুথের বায়ার্নের মূল দলে অভিষেক হলো এ ম্যাচ দিয়ে।
এদিকে ইংলিশ লিগ কাপের ম্যাচে ওয়েস্টব্রমকে ৬-০ গোলে হারিয়েছে আর্সেনাল। হ্যাটট্রিক করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। এ মৌসুমে এটিই আর্সেনালের প্রথম জয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ব্রেমেরকে ১২-০ গালে হারাল বায়ার্ন

আপডেট সময় : ০৯:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : প্রতিপক্ষ দল জার্মান ফুটবলে পঞ্চম স্তরের দল। তাতে বায়ার্ন মিউনিখের কী! যন্ত্রের মতো গোলের পর গোল করে গেছে কাল বাভারিয়ানরা। গোলের ব্যবধান ১২-০! এমনকি ম্যাচের ৭৬ মিনিটে ব্রেমের ১০ জনের পরিণত হলেও ছাড় দেয়নি বায়ার্ন। তখন ৮-০ গোলে এগিয়ে থাকার পরও গোলের নেশায় মত্ত ছিল ইউলিয়ান নাগালসমানের দল।
জার্মান কাপে কাল রাতে প্রথম রাউন্ডে ব্রেমেরকে ১২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। স্কোরলাইনই বলে দিচ্ছে ব্রেমেরের ওপর নিয়ে কী ঝড়টাই না বয়ে গেছে! ব্রেমের ডিফেন্ডার উগো নোবিলে ৭৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর শেষ ১৪ মিনিটে আরও চার গোল করেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। ১৯৯৭ সালে এই জার্মান কাপেরই প্রথম রাউন্ডে ডিজেকে ওয়াল্ডবুর্গের বিপক্ষে ১৬-১ গোলের জয় তুলে নিয়েছিল বায়ার্ন। এরপর এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয় তাদের। এ নিয়ে পঞ্চমবারের মতো কোনো ম্যাচে ন্যূনতম ১০ গোল ব্যবধানে জিতল বায়ার্ন।
ম্যাচে ৩৫ মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নেন বায়ার্নের ক্যামেরুনের ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চুপো-মোতিং। শুধু হ্যাটট্রিক করেই সন্তুষ্ট থাকেননি তিনি। ৮২ মিনিটে তুলে নেন নিজের চতুর্থ গোল। শুধু তাই নয়, সতীর্থদের দিয়েও করিয়েছেন আরও তিন গোল। মূল স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি ও গোলকিপার ম্যানুয়েল নয়্যারকে ছাড়াই মাঠে নামা বায়ার্নের এই গোল উৎসবে শামিল হন জামাল মুসায়লা, মালিক তিলমান, লেরয় সানে, মিশেল কুইসানকে, বোউনা সার ও কোরেন্তিন তোলিসো।
৩৫ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেছেন বায়ার্নের ক্যামেরুন তারকা এরিক ম্যাক্সিম চুপো–মোতিং
৩৫ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেছেন বায়ার্নের ক্যামেরুন তারকা এরিক ম্যাক্সিম চুপো–মোতিংছবি: রয়টার্স
ম্যাচে বায়ার্নের আধিপত্য কতটা ছিল তা বুঝিয়ে দেবে পরিসংখ্যান। ব্রেমেরের গোলপোস্ট তাক করে ৩৭টি শট নিয়েছে বায়ার্ন। এর মধ্যে গোলপোস্টে ছিল ২১টি শট। ব্রেমেরের সৌভাগ্য যে আরও গোল হয়নি। চুপো-মোতিং একাই নিয়েছেন ৭টি শট। গত ১৬ বছরের মধ্যে জার্মান কাপে বায়ার্নের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাই চার গোলের দেখা পেলেন তিনি। ২০০৫ সালে ফ্রেইবুর্গের বিপক্ষে এই জার্মান কাপেই একাই চার গোল করেছিলেন পেরু কিংবদন্তি ক্লদিও পিজারো।
এই ম্যাচটা খেলার কথা ছিল গত ৬ আগস্ট। কিন্তু ব্রেমের স্কোয়াডে করোনা হানা দেওয়ায় ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়। লেভানডফস্কি ছাড়াও লেরয় গোর্তেকাকেও মাঠের বাইরে রাখেন নাগালসমান। বেঞ্চে বসিয়ে রাখেন আলফানসো ডেভিস ও সের্হি নাব্রিকে। তিলমান ও যুক্তরাস্ট্রের তরুণ টেলর বুথের বায়ার্নের মূল দলে অভিষেক হলো এ ম্যাচ দিয়ে।
এদিকে ইংলিশ লিগ কাপের ম্যাচে ওয়েস্টব্রমকে ৬-০ গোলে হারিয়েছে আর্সেনাল। হ্যাটট্রিক করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। এ মৌসুমে এটিই আর্সেনালের প্রথম জয়।