ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

ব্রেক্সিট কার্যকর হওয়ায় নানামুখী সংকটে ৫০ হাজার বাংলাদেশি

  • আপডেট সময় : ১০:০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ১৭২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ২০২০ সালের ৩১ ডিসেম্বর ব্রেক্সিট কার্যকর হয়। দীর্ঘ পাঁচ দশকের সম্পর্কের ছেদ যে সহজ নয়, তা বাস্তবে প্রমাণ হচ্ছে এখন। ব্রেক্সিট কার্যকর হওয়ায় ইউরোপে এখন নানামুখী সংকট। সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশে। এই সংকটের সঙ্গে জড়িয়ে আছেন প্রায় ৫০ হাজার বাংলাদেশি বংশোদ্ভুত ইউরোপীয় নাগরিক।
সম্প্রতি ইউরোপীয় কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে ইইউ ও ব্রিটেনের নাগরিকদের সমস্যা তুলে ধরা হয়েছে। বিভিন্ন কারণে ইউরোপের ২৭টি দেশের ইউরোপীয় নাগরিক এখন পর্যন্ত ব্রিটেনে বসবাসের চূড়ান্ত আবেদন করতে পারেননি।
অন্যদিকে, আনুমানিক ২ লাখ ৯০ হাজার ব্রিটিশ নাগরিক ইউরোপের বিভিন্ন দেশে বসবাসের জন্য নির্ধারিত সময়ের মধ্যে রেসিডেন্সের আবেদনপত্র জমা দিতে পারেননি। এতে করে অনেকেই আইনগতভাবে নিজেদের চাকরি, ব্যবসা প্রতিষ্ঠান ও বসবাসের সুযোগ হারাতে পারেন। এছাড়াও বঞ্চিত হতে হবে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সাহায্য সেবা থেকেও। করোনা পরিস্থিতি এমন সমস্যার সৃষ্টি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ফ্রান্সে ২৬ হাজার, ডেনমার্কে ১৫ হাজার, অস্ট্রিয়াতে ৮ হাজার, সুইডেনে ১০ হাজার, ইতালিতে ৩৩ হাজার ও স্পেনে এক লাখ ৬০ হাজার ব্রিটিশ নাগরিক এখনও রেসিডেন্সিয়াল কার্ডের জন্য আবেদন জমা করতে পারেননি। এছাড়া মালটা, জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশেও রয়েছে এমন সমস্যা।
ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানিসহ ইউরোপের ২৭টি দেশ থেকে প্রায় ৫০ হাজার বাংলাদেশি বংশোদ্ভুত ইউরোপীয় নাগরিক, ব্রিটেনে পাড়ি জমিয়েছেন স্থায়ীভাবে বসবাসের জন্য। কিন্তু মিলছে না নাগরিকত্ব। তাছাড়া এখনও ব্রিটেনে বসবাস প্রত্যাশী কয়েক হাজার বাংলাদেশি করোনা সংকট ও ভিসা জটিলতায় আটকা পড়েছেন ইউরোপের অনেক দেশে।
রেসিডেন্সের জন্য সময়সীমা বড়িয়ে, এবছরের ডিসেম্বরের শেষ নাগাদ করার আহ্বান জানিয়েছেন অনেকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ব্রেক্সিট কার্যকর হওয়ায় নানামুখী সংকটে ৫০ হাজার বাংলাদেশি

আপডেট সময় : ১০:০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

প্রত্যাশা ডেস্ক : ২০২০ সালের ৩১ ডিসেম্বর ব্রেক্সিট কার্যকর হয়। দীর্ঘ পাঁচ দশকের সম্পর্কের ছেদ যে সহজ নয়, তা বাস্তবে প্রমাণ হচ্ছে এখন। ব্রেক্সিট কার্যকর হওয়ায় ইউরোপে এখন নানামুখী সংকট। সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশে। এই সংকটের সঙ্গে জড়িয়ে আছেন প্রায় ৫০ হাজার বাংলাদেশি বংশোদ্ভুত ইউরোপীয় নাগরিক।
সম্প্রতি ইউরোপীয় কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে ইইউ ও ব্রিটেনের নাগরিকদের সমস্যা তুলে ধরা হয়েছে। বিভিন্ন কারণে ইউরোপের ২৭টি দেশের ইউরোপীয় নাগরিক এখন পর্যন্ত ব্রিটেনে বসবাসের চূড়ান্ত আবেদন করতে পারেননি।
অন্যদিকে, আনুমানিক ২ লাখ ৯০ হাজার ব্রিটিশ নাগরিক ইউরোপের বিভিন্ন দেশে বসবাসের জন্য নির্ধারিত সময়ের মধ্যে রেসিডেন্সের আবেদনপত্র জমা দিতে পারেননি। এতে করে অনেকেই আইনগতভাবে নিজেদের চাকরি, ব্যবসা প্রতিষ্ঠান ও বসবাসের সুযোগ হারাতে পারেন। এছাড়াও বঞ্চিত হতে হবে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সাহায্য সেবা থেকেও। করোনা পরিস্থিতি এমন সমস্যার সৃষ্টি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ফ্রান্সে ২৬ হাজার, ডেনমার্কে ১৫ হাজার, অস্ট্রিয়াতে ৮ হাজার, সুইডেনে ১০ হাজার, ইতালিতে ৩৩ হাজার ও স্পেনে এক লাখ ৬০ হাজার ব্রিটিশ নাগরিক এখনও রেসিডেন্সিয়াল কার্ডের জন্য আবেদন জমা করতে পারেননি। এছাড়া মালটা, জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশেও রয়েছে এমন সমস্যা।
ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানিসহ ইউরোপের ২৭টি দেশ থেকে প্রায় ৫০ হাজার বাংলাদেশি বংশোদ্ভুত ইউরোপীয় নাগরিক, ব্রিটেনে পাড়ি জমিয়েছেন স্থায়ীভাবে বসবাসের জন্য। কিন্তু মিলছে না নাগরিকত্ব। তাছাড়া এখনও ব্রিটেনে বসবাস প্রত্যাশী কয়েক হাজার বাংলাদেশি করোনা সংকট ও ভিসা জটিলতায় আটকা পড়েছেন ইউরোপের অনেক দেশে।
রেসিডেন্সের জন্য সময়সীমা বড়িয়ে, এবছরের ডিসেম্বরের শেষ নাগাদ করার আহ্বান জানিয়েছেন অনেকে।