আন্তর্জাতিক ডেস্ক : উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ নিয়ে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেয়নি ব্রিটিশ সুপ্রিম কোর্ট।
অ্যাসাঞ্জের আবেদনে ‘আইনের যৌক্তিক পয়েন্ট’ তুলে ধরা হয়নি বলে সোমবার জানিয়েছেন আদালতের একজন মুখপাত্র।
সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ এড়াতে চাওয়া ৫০ বছর বয়সী অ্যাসাঞ্জের জন্য বড় ধরনের ধাক্কা, বলছে বিবিসি।
২০১০-১১ সালে হাজার হাজার গোপনীয় সামরিক ও কূটনৈতিক নথি ফাঁস করে যুক্তরাষ্ট্রকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলায় উইকিলিকসের এ প্রতিষ্ঠাতাকে বিচারের মুখোমুখি করতে চায় ওয়াশিংটন।
এবার অনুমতি না পেলেও চূড়ান্ত পর্যায়ে আপিলের বিষয়টি অ্যাসাঞ্জ নাকচ করেননি বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
মামলাটি এখন জেলা বিচারক ভেনিসা বারাইটজের কাছে ফেরত যাবে, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিষয়টি তিনিই পর্যালোচনা করেছিলেন।
জেলা আদালত পার হওয়ার পর ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলকেই অ্যাসাঞ্জের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
তিনি যদি উইকিলিকসের প্রতিষ্ঠাতাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন চাইলে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারবেন অ্যাসাঞ্জ, বলেছেন তার আইনজীবী বার্নবার্গ পিয়ার্স।
যুক্তরাষ্ট্রের সরকার অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর তথ্যভা-ার হ্যাকের ষড়যন্ত্র ও পরে সেসব তথ্য উইকিলিকসের ওয়েবসাইটে ফাঁস করে দেওয়ার অভিযোগ এনেছে। অ্যাসাঞ্জ আফগানিস্তান ও ইরাক যুদ্ধ সম্পর্কিত সংবেদনশীল গোপন তথ্য পেতে ওই ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ তাদের।
এই নথি ফাঁসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আইন ভাঙা হয়েছে আর এর মাধ্যমে অনেকের জীবন বিপন্ন করা হয়েছে বলে দা্বি ওয়াশিংটনের। কিন্তু অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের করা মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রেণোদিত’বলে অ্যাখ্যা দিয়েছেন।
গত বছরের জানুয়ারিতে ব্রিটেনের নি¤œ আদালতের এক বিচারক অ্যাসাঞ্জের মানসিক অবস্থা এবং মার্কিন কর্তৃপক্ষ তার যতœ নিতে পারবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা না থাকায় উইকিলিকস প্রতিষ্ঠাতাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
ডিসেম্বরে হাই কোর্টে নি¤œ আদালতের ওই রায় বদলে গিয়েছিল। সেসময় বিচারকরা বলেছিলেন, অ্যাসাঞ্জের যতেœর ব্যাপারে যুক্তরাষ্ট্র যথেষ্ট আশ্বাস দিয়েছে।
গত মাসে ব্রিটেনের প্রধান বিচারপতি লর্ড বার্নেট তাদের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের জন্য অ্যাসাঞ্জের আইনজীবীদেরকে ১৪ দিন সময় বেঁধে দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাসাঞ্জের আইনজীবীরা আপিলের আবেদন জানিয়েছিলেন।
তাদের আবেদনের প্রেক্ষিতেই সোমবার আপিলের অনুমতি না দেওয়ার কথা জানায় ব্রিটিশ সুপ্রিম কোর্ট। এর অর্থ হচ্ছে, অ্যাসাঞ্জকে প্রত্যর্পণে যুক্তরাষ্ট্রের আবেদনই বহাল থাকল।
যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হলে অ্যাসাঞ্জের ১৭৫ পর্যন্ত কারাদ- হতে পারে বলে ধারণা তার আইনজীবীদের।
তবে যুক্তরাষ্ট্রের সরকার ব্রিটিশ হাই কোর্টকে আশ্বাস দিয়ে বলেছে, উইকিলিকস প্রতিষ্ঠাতা দোষী হলে তার ৪ থেকে ৬ বছরের সাজা হতে পারে; এমনকী ওই সাজা অস্ট্রেলিয়ার কোনো জেলে খাটানো যায় কিনা, তাও বিবেচনা করে দেখা যেতে পারে।
ব্রিটিশ সুপ্রিম কোর্টে আপিলের অনুমতি পেলেন না অ্যাসাঞ্জ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ