ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ব্রিটিশ দুই এমপিকে আটক করেছে ইসরায়েল

  • আপডেট সময় : ০৪:৩৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: ব্রিটিশ পার্লামেন্টের লেবার দলীয় দুই সদস্যকে প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানিয়ে তাদের আটক করেছে ইসরায়েল। এই নিয়ে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

ল্যামি শনিবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছেন, ওই এমপিরা ব্রিটিশ পার্লামেন্টের এক প্রতিনিধি দলের অংশ হয়ে ইসরায়েলে গিয়েছিলেন।

ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আটক ওই পার্লামেন্ট সদস্যরা হচ্ছেন লেবার দলীয় ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহামেদ। তাদের ইসরায়েলে প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ তারা ‘নিরাপত্তা বাহিনী তৎপরতা নথিবদ্ধ করার এবং ইসরায়েলবিরোধী ঘৃণা ছড়ানোর’ পরিকল্পনা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

স্কাই নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, ইয়াং ইংল্যান্ডের আর্লি ও উডলি নির্বাচনী এলাকার প্রতিনিধি এবং মোহামেদ শেফিল্ড সেন্ট্রালের এমপি। তারা উভয়েই শনিবার লুটন থেকে বিমানযোগে ইসরায়েলে উড়ে গিয়েছিলেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি বলেছেন, ইসরায়েল সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে আমি পরিষ্কারভাবে জানিয়েছি যে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের সঙ্গে কোনোভাবেই এমনটি করা যায় না। আমাদের সমর্থন জানানোর জন্য দুই এমপির সঙ্গেই আমাদের যোগাযোগ হচ্ছে। যুক্তরাজ্য সরকারের লক্ষ্য যুদ্ধবিরতির প্রত্যাবর্তন নিশ্চিত করা এবং রক্তপাত বন্ধে মধ্যস্থতা করা, জিম্মিদের মুক্তি ও গাজার সংঘাত শেষ করা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ব্রিটিশ দুই এমপিকে আটক করেছে ইসরায়েল

আপডেট সময় : ০৪:৩৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ব্রিটিশ পার্লামেন্টের লেবার দলীয় দুই সদস্যকে প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানিয়ে তাদের আটক করেছে ইসরায়েল। এই নিয়ে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

ল্যামি শনিবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছেন, ওই এমপিরা ব্রিটিশ পার্লামেন্টের এক প্রতিনিধি দলের অংশ হয়ে ইসরায়েলে গিয়েছিলেন।

ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আটক ওই পার্লামেন্ট সদস্যরা হচ্ছেন লেবার দলীয় ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহামেদ। তাদের ইসরায়েলে প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ তারা ‘নিরাপত্তা বাহিনী তৎপরতা নথিবদ্ধ করার এবং ইসরায়েলবিরোধী ঘৃণা ছড়ানোর’ পরিকল্পনা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

স্কাই নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, ইয়াং ইংল্যান্ডের আর্লি ও উডলি নির্বাচনী এলাকার প্রতিনিধি এবং মোহামেদ শেফিল্ড সেন্ট্রালের এমপি। তারা উভয়েই শনিবার লুটন থেকে বিমানযোগে ইসরায়েলে উড়ে গিয়েছিলেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি বলেছেন, ইসরায়েল সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে আমি পরিষ্কারভাবে জানিয়েছি যে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের সঙ্গে কোনোভাবেই এমনটি করা যায় না। আমাদের সমর্থন জানানোর জন্য দুই এমপির সঙ্গেই আমাদের যোগাযোগ হচ্ছে। যুক্তরাজ্য সরকারের লক্ষ্য যুদ্ধবিরতির প্রত্যাবর্তন নিশ্চিত করা এবং রক্তপাত বন্ধে মধ্যস্থতা করা, জিম্মিদের মুক্তি ও গাজার সংঘাত শেষ করা।