ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।
গতকাল বুধবার সকালে জেলার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০), হোসনে আরা (৫০), দুদু মিয়া (৬২) ও ফরিদ মিয়া (৪০)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন জামাল উদ্দিন (৩১) ও ফাতেমা বেগম (৩৫)। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম জানান, আজ বুধবার সকালে মহাসড়কের রামপুর এলাকায় সিলেট অভিমুখী প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান। ঢাকায় নেওয়ার পথে মারা যান আরেকজন। নিহত তিন জনের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ