ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

ব্রাদার্সের বিপক্ষে ড্রয়ে সুযোগ হারাল আবাহনী

  • আপডেট সময় : ০৮:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সাথে পয়েন্ট টেবিলে লড়াই জমিয়ে তোলার সুযোগ পেয়েছিল আবাহনী। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায়, কিছুটা দূর্ভাগ্যের ফেরে জালের দেখা পেল না তারা। ড্রয়ের সুবাদে ১ পয়েন্ট পাওয়ার স্বস্তি থাকলেও মারুফুল হকের অস্বস্তি কম নয়। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার ব্রাদার্সের বিপক্ষে জিতলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা মোহামেডানের সাথে আবাহনীর ব্যবধান হত ২ পয়েন্টের। কিন্তু গোলশূন্য ড্রয়ে ব্যবধান থাকল ৪। লিগের প্রথম পর্বও শেষ হলো। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ১৭ আর রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ।

আগের দিন ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে মোহামেডান ১-০ গোলে হেরে যাওয়ায় দুয়ার খুলেছিল আবাহনীর সামনে। কিন্তু ব্রাদার্সের বিপক্ষে সপ্তম মিনিটেই দূর্ভাগ্যের শিকার তারা; শাহরিয়ার ইমনের ক্রসে মোহাম্মদ ইব্রাহিমের হেড গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফিরে।

৩৭ মিনিটে এলিটা কিংসলের সঙ্গে বলের নিয়ন্ত্রণের লড়াইয়ে এক পর্যায়ে পড়ে যান আবাহনী গোলকিপার মিতুল মারমা। রেফারি সায়মন সানি ব্রাদার্সের ফরোয়ার্ডকে দেখান হলুদ কার্ড। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়ে যাওয়া এই ফরোয়ার্ডও বাকিটা সময়ে ছিলেন বিবর্ণ। গোপীবাগের দলটি অবশ্য ভালো সুযোগ পেয়েছিল ৪১তম মিনিটে। চেক সিনের শরীর ঘুরিয়ে নেওয়া শট দ্রুত পা চালিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন আবাহনীর ডিফেন্ডার ইয়াসিন খান। ৭৩তম মিনিটে গোছালো আক্রমণ শাণিয়েও গোল আদায় করে নিতে পারেনি আবাহনী। মোহাম্মদ হৃদয়ের থ্রু পাস ধরে বক্সের ভেতরে শাহীন মিয়া আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন, কিন্তু বলের গতির সাথে এনামুল ইসলাম তাল মেলাতে ব্যর্থ হওয়ায় পা ছোঁয়াতে পারেনি। শেষ দিকে আবাহনীর ত্রাতা মিতুল।

কৌশিক বড়ুয়ার ফ্রি কিক রক্ষণ দেয়ালের উপর দিয়ে উড়ে ড্রপ খেয়ে দূরের পোস্ট দিয়ে জালের দিকে ছুটছিল, শেষ মুহূর্তে ঝাঁপিয়ে আঙুলের টোকায় বাইরে পাঠান মিতুল। এই সেট-পিস থেকেও ম্যাচের ডেডলক খুলতে পারেনি ব্রাদার্স। ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগের প্রথম পর্ব শেষ করল তারা। দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ৩৪তম মিনিটে পিয়াস আহমেদ নোভার তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগান দলটির গাম্বিয়ান ফরোয়ার্ড ইসা জালো। জয়ে লিগের প্রথম পর্ব শেষ করলেও ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ফর্টিস। আগের ম্যাচে টানা সাত হারের বৃত্ত ভেঙে পুলিশ এফসির বিপক্ষে জেতা চট্টগ্রাম আবাহনী ফের ছুটল উল্টো রথে। ৩ পয়েন্ট নিয়ে তলানিতেই আছে তারা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ব্রাদার্সের বিপক্ষে ড্রয়ে সুযোগ হারাল আবাহনী

আপডেট সময় : ০৮:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

ক্রীড়া প্রতিবেদক: চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সাথে পয়েন্ট টেবিলে লড়াই জমিয়ে তোলার সুযোগ পেয়েছিল আবাহনী। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায়, কিছুটা দূর্ভাগ্যের ফেরে জালের দেখা পেল না তারা। ড্রয়ের সুবাদে ১ পয়েন্ট পাওয়ার স্বস্তি থাকলেও মারুফুল হকের অস্বস্তি কম নয়। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার ব্রাদার্সের বিপক্ষে জিতলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা মোহামেডানের সাথে আবাহনীর ব্যবধান হত ২ পয়েন্টের। কিন্তু গোলশূন্য ড্রয়ে ব্যবধান থাকল ৪। লিগের প্রথম পর্বও শেষ হলো। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ১৭ আর রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ।

আগের দিন ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে মোহামেডান ১-০ গোলে হেরে যাওয়ায় দুয়ার খুলেছিল আবাহনীর সামনে। কিন্তু ব্রাদার্সের বিপক্ষে সপ্তম মিনিটেই দূর্ভাগ্যের শিকার তারা; শাহরিয়ার ইমনের ক্রসে মোহাম্মদ ইব্রাহিমের হেড গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফিরে।

৩৭ মিনিটে এলিটা কিংসলের সঙ্গে বলের নিয়ন্ত্রণের লড়াইয়ে এক পর্যায়ে পড়ে যান আবাহনী গোলকিপার মিতুল মারমা। রেফারি সায়মন সানি ব্রাদার্সের ফরোয়ার্ডকে দেখান হলুদ কার্ড। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়ে যাওয়া এই ফরোয়ার্ডও বাকিটা সময়ে ছিলেন বিবর্ণ। গোপীবাগের দলটি অবশ্য ভালো সুযোগ পেয়েছিল ৪১তম মিনিটে। চেক সিনের শরীর ঘুরিয়ে নেওয়া শট দ্রুত পা চালিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন আবাহনীর ডিফেন্ডার ইয়াসিন খান। ৭৩তম মিনিটে গোছালো আক্রমণ শাণিয়েও গোল আদায় করে নিতে পারেনি আবাহনী। মোহাম্মদ হৃদয়ের থ্রু পাস ধরে বক্সের ভেতরে শাহীন মিয়া আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন, কিন্তু বলের গতির সাথে এনামুল ইসলাম তাল মেলাতে ব্যর্থ হওয়ায় পা ছোঁয়াতে পারেনি। শেষ দিকে আবাহনীর ত্রাতা মিতুল।

কৌশিক বড়ুয়ার ফ্রি কিক রক্ষণ দেয়ালের উপর দিয়ে উড়ে ড্রপ খেয়ে দূরের পোস্ট দিয়ে জালের দিকে ছুটছিল, শেষ মুহূর্তে ঝাঁপিয়ে আঙুলের টোকায় বাইরে পাঠান মিতুল। এই সেট-পিস থেকেও ম্যাচের ডেডলক খুলতে পারেনি ব্রাদার্স। ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগের প্রথম পর্ব শেষ করল তারা। দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ৩৪তম মিনিটে পিয়াস আহমেদ নোভার তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগান দলটির গাম্বিয়ান ফরোয়ার্ড ইসা জালো। জয়ে লিগের প্রথম পর্ব শেষ করলেও ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ফর্টিস। আগের ম্যাচে টানা সাত হারের বৃত্ত ভেঙে পুলিশ এফসির বিপক্ষে জেতা চট্টগ্রাম আবাহনী ফের ছুটল উল্টো রথে। ৩ পয়েন্ট নিয়ে তলানিতেই আছে তারা।