ক্রীড়া ডেস্ক : চোট সারিয়ে ক্লাব ফুটবলে ফিরলেও ব্রাজিলের হয়ে নেইমারের আর এই বছর আর খেলা হচ্ছে না। বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতেও বিশ্বকাপ বাছাইয়ে সাইডলাইনে থাকছেন তিনি। তবে চোট সারিয়ে ফিরেছেন আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়র। গত মাসে ঘাড়ের ইনজুরিতে বাছাইয়ে খেলা হয়নি রিয়াল মাদ্রিদ তারকার। তাছাড়া বাদ পড়েছেন এন্দ্রিক।
দক্ষিণ আমেরিকান বাছাইয়ে ১৬ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা। তাদের প্রথম ম্যাচ ১৪ নভেম্বর, প্রতিপক্ষ ভেনেজুয়েলা। পাঁচদিন পর আতিথ্য দেবে উরুগুয়েকে। দল নিয়ে কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘আমি মনে করি দলটা এখনও বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তবে এটাকে এখনও আদর্শ বলা যাবে না।’
ব্রাজিলের স্কোয়াড: গোলরক্ষক: বেন্তো, এদেরসন, ওয়েভারটন। রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, গুইলের্মো আরানা, অ্যাবনার, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো। মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রেস পেরেইরা, ব্রুনো গুইমারেস, গারসন, লুকাস পাকেতা, রাফিনহা। ফরোয়ার্ড: এস্তেভাও, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, লুইস হেনরিক, সাভিনহো, ইগর জেসুস।


























