ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় জনপ্রিয় গায়িকাসহ নিহত ৫

  • আপডেট সময় : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ৮২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক বিমান দুর্ঘটনায় দেশটিতে তুমুল জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেনডোসাসহ ৫ জনের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার মিনে জেরাইস রাজ্যে তাদেরকে বহনকারী বিমানটি দুর্ঘটনায় বলে ব্রাজিলীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী মেনডোসা ছাড়াও আছেন তার এক আত্মীয়, তার প্রযোজক ও বিমানটির দুই ক্রু। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
টেলিভিশনে দেখানো ছবিতে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটিকে পাহাড়ি এলাকার একটি জলপ্রপাতের কাছে দেখা গেছে।
২০১৯ সালে লাতিন গ্রামি জয়ী মেনডোসার ক্যারিয়ার শুরু হয়েছিল কিশোর বয়সেই; ২০১৬ সালে তিনি ব্রাজিলের তারকা সঙ্গীতশিল্পীতে পরিণত হন। ‘কষ্টের রানী’ নামেই পরিচিত ছিলেন তিনি।
মহামারীর কারণে একাধিক কনসার্ট বাতিল হওয়ায় গত বছর তিনি অনলাইনে ধারাবাহিকভাবে পারফর্ম করেছিলেন। তার মধ্যে একটি বিশ্বের সবচেয়ে বেশি মানুষের দেখা লাইভ স্ট্রিমের রেকর্ড গড়েছিল, ইউটিউবে এক পর্যায়ে তার ওই পারফরম্যান্স একত্রে ৩৩ লাখ মানুষ দেখেছিল। অনলাইন প্ল্যাটফর্ম স্পটিফাইতে ২০২০ সালে ব্রাজিলের শিল্পীদের মধ্যে তার গানই সবচেয়ে বেশি শোনা হয়েছিল। দুই বছর বয়সী এক ছেলের মা মেনডোসা শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় কারাটিংগা শহরে একটি কনসার্টে গাইতে বিমানে করে রওনা দিয়েছিলেন। দুর্ঘটনাস্থল থেকে কারাটিংগার দূরত্ব ছিল ১২ কিলোমিটারের মতো। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে মেনডোসার পোস্ট করা এক ভিডিওতে তাকে প্রাইভেট ওই উডোজাহাজে ওঠার প্রস্তুতি নিতে দেখা গেছে।
দুর্ঘটনার খবর জানাজানি হওয়ার পর মেনডোসার দলের কর্মীরা প্রথমদিকে জনপ্রিয় এ গায়িকা বেঁচে আছেন ও সুস্থ আছেন বলে জানিয়েছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ব্রাজিলের ফুটবলার নেইমার টুইটারে লেখেন, “আমি (এই খবর) বিশ্বাস করতে রাজি নই, রাজি নই।” ব্রাজিলের আরেক গায়িকা আনিতা লিখেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না। এখনও আশা আছে, এটা বিশ্বাস করতে চাই আমি।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় জনপ্রিয় গায়িকাসহ নিহত ৫

আপডেট সময় : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক বিমান দুর্ঘটনায় দেশটিতে তুমুল জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেনডোসাসহ ৫ জনের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার মিনে জেরাইস রাজ্যে তাদেরকে বহনকারী বিমানটি দুর্ঘটনায় বলে ব্রাজিলীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী মেনডোসা ছাড়াও আছেন তার এক আত্মীয়, তার প্রযোজক ও বিমানটির দুই ক্রু। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
টেলিভিশনে দেখানো ছবিতে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটিকে পাহাড়ি এলাকার একটি জলপ্রপাতের কাছে দেখা গেছে।
২০১৯ সালে লাতিন গ্রামি জয়ী মেনডোসার ক্যারিয়ার শুরু হয়েছিল কিশোর বয়সেই; ২০১৬ সালে তিনি ব্রাজিলের তারকা সঙ্গীতশিল্পীতে পরিণত হন। ‘কষ্টের রানী’ নামেই পরিচিত ছিলেন তিনি।
মহামারীর কারণে একাধিক কনসার্ট বাতিল হওয়ায় গত বছর তিনি অনলাইনে ধারাবাহিকভাবে পারফর্ম করেছিলেন। তার মধ্যে একটি বিশ্বের সবচেয়ে বেশি মানুষের দেখা লাইভ স্ট্রিমের রেকর্ড গড়েছিল, ইউটিউবে এক পর্যায়ে তার ওই পারফরম্যান্স একত্রে ৩৩ লাখ মানুষ দেখেছিল। অনলাইন প্ল্যাটফর্ম স্পটিফাইতে ২০২০ সালে ব্রাজিলের শিল্পীদের মধ্যে তার গানই সবচেয়ে বেশি শোনা হয়েছিল। দুই বছর বয়সী এক ছেলের মা মেনডোসা শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় কারাটিংগা শহরে একটি কনসার্টে গাইতে বিমানে করে রওনা দিয়েছিলেন। দুর্ঘটনাস্থল থেকে কারাটিংগার দূরত্ব ছিল ১২ কিলোমিটারের মতো। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে মেনডোসার পোস্ট করা এক ভিডিওতে তাকে প্রাইভেট ওই উডোজাহাজে ওঠার প্রস্তুতি নিতে দেখা গেছে।
দুর্ঘটনার খবর জানাজানি হওয়ার পর মেনডোসার দলের কর্মীরা প্রথমদিকে জনপ্রিয় এ গায়িকা বেঁচে আছেন ও সুস্থ আছেন বলে জানিয়েছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ব্রাজিলের ফুটবলার নেইমার টুইটারে লেখেন, “আমি (এই খবর) বিশ্বাস করতে রাজি নই, রাজি নই।” ব্রাজিলের আরেক গায়িকা আনিতা লিখেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না। এখনও আশা আছে, এটা বিশ্বাস করতে চাই আমি।”