ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ব্রাজিলকে হারিয়ে গর্বিত ক্রোয়োশিয়া কোচ

  • আপডেট সময় : ১১:৩১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ম্যাচের আগে বেশিরভাগের কাছেই ফেভারিট ছিল ব্রাজিল। রুদ্ধশ্বাস অপেক্ষার পর অতিরিক্ত সময়ে এসে গোলও পেয়ে গিয়েছিল তারা। কিন্তু ১২০ মিনিটের খেলা শেষ হওয়ার আগেই গোল শোধ করে ক্রোয়েশিয়া। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় ক্রোয়াটরা। গতবারের বিশ্বকাপ ফাইনাল খেলা দলটি এবারও পৌঁছে গেছে সেমিফাইনালে। এরপর দলটির কোচ জ্লাতকো দালিচ বলেছেন, এই মুহূর্ত তাদের জন্য গর্বের। তিনি বলেন, ‘আমরা বড় ফেভারিটদের হারাতে সক্ষম হয়েছি। আমরা এতে গর্বিত। আমরা সাহসী ছিলাম, ক্রোয়েশিয়া সবসময় সফল হয়। অভিনন্দন কিন্তু আমরা আরও দূরে যাবো।’ ব্রাজিলের হয়ে ১০৫ মিনিটের সময় দুর্দান্ত এক গোল করেন নেইমার জুনিয়র। পরে পাতকোভিচের গোলে সমতায় ফেরে ক্রোয়োশিয়া। এখন সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালের জয়ী দল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ব্রাজিলকে হারিয়ে গর্বিত ক্রোয়োশিয়া কোচ

আপডেট সময় : ১১:৩১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : ম্যাচের আগে বেশিরভাগের কাছেই ফেভারিট ছিল ব্রাজিল। রুদ্ধশ্বাস অপেক্ষার পর অতিরিক্ত সময়ে এসে গোলও পেয়ে গিয়েছিল তারা। কিন্তু ১২০ মিনিটের খেলা শেষ হওয়ার আগেই গোল শোধ করে ক্রোয়েশিয়া। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় ক্রোয়াটরা। গতবারের বিশ্বকাপ ফাইনাল খেলা দলটি এবারও পৌঁছে গেছে সেমিফাইনালে। এরপর দলটির কোচ জ্লাতকো দালিচ বলেছেন, এই মুহূর্ত তাদের জন্য গর্বের। তিনি বলেন, ‘আমরা বড় ফেভারিটদের হারাতে সক্ষম হয়েছি। আমরা এতে গর্বিত। আমরা সাহসী ছিলাম, ক্রোয়েশিয়া সবসময় সফল হয়। অভিনন্দন কিন্তু আমরা আরও দূরে যাবো।’ ব্রাজিলের হয়ে ১০৫ মিনিটের সময় দুর্দান্ত এক গোল করেন নেইমার জুনিয়র। পরে পাতকোভিচের গোলে সমতায় ফেরে ক্রোয়োশিয়া। এখন সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালের জয়ী দল।