ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

ব্রাজিলকে ইতিহাসের সবেচেয়ে বড় ব্যবধানে হারাল আর্জেন্টিনা

  • আপডেট সময় : ০৪:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: লজ্জার ইতিহাস গড়েছে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার বিপক্ষে তারা হেরেছে ৬-০ গোলের বড় ব্যবধানে। নিজেদের ৭১ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় হার তাদের। ভালেন্সিয়ার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এটি ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম ম্যাচ। শুরুতেই আর্জেন্টিনাকে ইয়ার সুবিয়াব্রে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এচেভেরি।

এরপর আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। বিরতির পর ব্রাজিলের জালে বল পাঠান অগাস্তিন রুবের্তো, এচেভেরি ও সান্তিয়াগো হিদালগো। জাতীয় দলের যে কোনো স্তর (অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র দল) বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল। আগামী সেপ্টেম্বরে চিলিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। সেখানে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপ থেকে জায়গা করে নেবে চার দল।

মোট ১০টি দল ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ হয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপে লড়ছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দলকে নিয়ে মোট ছয় দলের রাউন্ড রবিন খেলা হবে। সেখান থেকে শীর্ষ চার দল জায়গা পাবে বিশ্বকাপে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকায় কাউন্টার থেকে চলবে ২১ কোম্পানির গোলাপী বাস

ব্রাজিলকে ইতিহাসের সবেচেয়ে বড় ব্যবধানে হারাল আর্জেন্টিনা

আপডেট সময় : ০৪:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: লজ্জার ইতিহাস গড়েছে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার বিপক্ষে তারা হেরেছে ৬-০ গোলের বড় ব্যবধানে। নিজেদের ৭১ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় হার তাদের। ভালেন্সিয়ার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এটি ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম ম্যাচ। শুরুতেই আর্জেন্টিনাকে ইয়ার সুবিয়াব্রে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এচেভেরি।

এরপর আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। বিরতির পর ব্রাজিলের জালে বল পাঠান অগাস্তিন রুবের্তো, এচেভেরি ও সান্তিয়াগো হিদালগো। জাতীয় দলের যে কোনো স্তর (অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র দল) বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল। আগামী সেপ্টেম্বরে চিলিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। সেখানে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপ থেকে জায়গা করে নেবে চার দল।

মোট ১০টি দল ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ হয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপে লড়ছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দলকে নিয়ে মোট ছয় দলের রাউন্ড রবিন খেলা হবে। সেখান থেকে শীর্ষ চার দল জায়গা পাবে বিশ্বকাপে।