ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

ব্যায়াম শুরু করেছেন তাসকিন, আছেন উইন্ডিজ সফরের ভাবনায়

  • আপডেট সময় : ১০:৪৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে হয়েছিলেন সিরিজ সেরা। তাসকিন আহমেদ দেখিয়েছিলেন বাংলাদেশের পেস বোলিং বিভাগটা এগিয়ে নিতে তৈরি তিনি। কিন্তু টেস্ট সিরিজেই বাধে বিপত্তি। ইনজুরিতে পড়ে দেশে ফিরতে হয় সিরিজ শেষ হওয়ার আগেই। এরপর কাঁধের চোট নিয়ে তাসকিন গিয়েছেন লন্ডনে। সতীর্থরা যখন চট্টগ্রাম টেস্টে ব্যস্ত, তখন তাসকিন শুরু করেছেন পুর্নবাসন প্রক্রিয়া। গুঞ্জন ছড়িয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরেও থাকবেন না তাসকিন। তবে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ওই সিদ্ধান্ত নেওয়া এখনও অনেক দেরি। দেবাশীষ বলেছেন, ‘নির্বাচকরা তো এখনও আমাদের কাছে ওয়েস্ট ইন্ডিজ সফরের ব্যাপারে জানতে চায়নি। চিকিৎসকরা কী ভাবছেন, তাসকিন কি যেতে পারবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা এখনই মন্তব্য করতে চাচ্ছি না। এই মাসটা শেষ হোক, তারপর দেখে সিদ্ধান্ত নেবো। এর মধ্যে ওর পুনর্বাসন প্রক্রিয়াটা চলবে। আমরা দুই সপ্তাহ দেখব। এই সময়টা আমরা রিভিউ করব আর কী। ওর পুনর্বাসনটা দুই সপ্তাহ করে সাজানো হয়েছে। এটা দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’ ওয়েস্ট ইন্ডিজ সফরে তাসকিনের খেলা নিয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেছেন, ‘আমরা এখনও ডাক্তার বা ফিজিওর কাছ থেকে কোনো আপডেট পাইনি। পাওয়ার পর সিদ্ধান্ত নেবো।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ব্যায়াম শুরু করেছেন তাসকিন, আছেন উইন্ডিজ সফরের ভাবনায়

আপডেট সময় : ১০:৪৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে হয়েছিলেন সিরিজ সেরা। তাসকিন আহমেদ দেখিয়েছিলেন বাংলাদেশের পেস বোলিং বিভাগটা এগিয়ে নিতে তৈরি তিনি। কিন্তু টেস্ট সিরিজেই বাধে বিপত্তি। ইনজুরিতে পড়ে দেশে ফিরতে হয় সিরিজ শেষ হওয়ার আগেই। এরপর কাঁধের চোট নিয়ে তাসকিন গিয়েছেন লন্ডনে। সতীর্থরা যখন চট্টগ্রাম টেস্টে ব্যস্ত, তখন তাসকিন শুরু করেছেন পুর্নবাসন প্রক্রিয়া। গুঞ্জন ছড়িয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরেও থাকবেন না তাসকিন। তবে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ওই সিদ্ধান্ত নেওয়া এখনও অনেক দেরি। দেবাশীষ বলেছেন, ‘নির্বাচকরা তো এখনও আমাদের কাছে ওয়েস্ট ইন্ডিজ সফরের ব্যাপারে জানতে চায়নি। চিকিৎসকরা কী ভাবছেন, তাসকিন কি যেতে পারবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা এখনই মন্তব্য করতে চাচ্ছি না। এই মাসটা শেষ হোক, তারপর দেখে সিদ্ধান্ত নেবো। এর মধ্যে ওর পুনর্বাসন প্রক্রিয়াটা চলবে। আমরা দুই সপ্তাহ দেখব। এই সময়টা আমরা রিভিউ করব আর কী। ওর পুনর্বাসনটা দুই সপ্তাহ করে সাজানো হয়েছে। এটা দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’ ওয়েস্ট ইন্ডিজ সফরে তাসকিনের খেলা নিয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেছেন, ‘আমরা এখনও ডাক্তার বা ফিজিওর কাছ থেকে কোনো আপডেট পাইনি। পাওয়ার পর সিদ্ধান্ত নেবো।’