বিনোদন ডেস্ক: বাংলাদেশি ব্যান্ড ‘সাইকোপ্যাথস’। রক ঘরানার গান গেয়ে পরিচিতি লাভ করেছে ব্যান্ডটি। এবার নিজেদের প্রথম মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছে তারা। জানা গেছে, ডিসেম্বরেই আত্মপ্রকাশ করবে ব্যান্ড ‘সাইকোপ্যাথস’র ‘একা’ শিরোনামের একটি গান। ইতোমধ্যে গানটি প্রকাশের সব কার্যক্রম প্রায় প্রস্তত। গানটিতে কণ্ঠ দিয়েছেন নাজমুস সাকিব। কথা লিখেছেন তথ্যজিৎ ঋঝি এবং নাজমুস সাকিব। সুর এবং সংগীত আয়োজনে করেছেন আহসানুল ফাহিম ও অনিক হালদার সৌরভ। গিটারে ছিলেন সোহান মাহমুদ, অনিক। এছাড়াও বেজ গিটারে ছিলেন মারজুক আহমেদ। ড্রামসে ছিলেন সাকিব সালেক।
তাদের এরর ফোর জিরো ফোর নামে বাংলাদেশের বিভিন্ন ব্যান্ড কে নিয়ে দেওয়া ট্রিবিউট সং এবং ‘তীর হারা এই ঢেউ এর সাগর’ ও ‘মা গো ভাবনা কেন’ এই গান গুলোর ওয়েস্টার্ন ইন্সট্রুমেন্টাল কাভার করে নজরে আসে। ‘সাইকোপ্যাথস’ ব্যান্ড এর সকল সদস্য তাদের এই নতুন গানের জন্য শুভকামনা প্রত্যাশা করেছেন।