ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

ব্যাট হাতে জ্যোতির নতুন ইতিহাস

  • আপডেট সময় : ০৮:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ইতিহাসের পাতায় নাম লিখলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নারী ক্রিকেটে দীর্ঘ পরিসরের ক্রিকেটে এখন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। রাজশাহীতে চলমান নারী বিসিএলে সেন্ট্রাল জোনের অধিনায়ক জ্যোতি প্রথম সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। নিগার সুলতানা জ্যোতির দেখাদেখি লংগার ভার্সনের ক্রিকেটে একই দিনে দ্বিতীয় সেঞ্চুরি করে বসেন নর্থ জোনের ওপেনার ফারজানা হক পিঙ্কি। প্রথম ইনিংসে ৮৬ রান করা পিঙ্কি দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১০২ রানে। রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে ২১৫ বলে সেঞ্চুরি স্পর্শ করেন জ্যোতি। এ সময় ১২টি বাউন্ডারি মারেন তিনি। শেষ পর্যন্ত ২৫৩ বলে ১৫৩ রানে অপরাজিত থাকেন। এই ইনিংস খেলার পথে মোট ২০টি চার ও ২টি ছক্কা এসেছে জ্যোতির ব্যাটে।
এবারই প্রথম শুরু হয়েছে নারীদের প্রথম শ্রেণির ক্রিকেট। আজ ছিল প্রথম রাউন্ডের শেষ দিনের খেলা। তিনদিনের ম্যাচে তৃতীয় দিনে এসে সেঞ্চুরির গৌরব অর্জন করেন তিনি। ২১৫ বলে সেঞ্চুরি করার পর আরও বিধ্বংসী হয়ে ওঠে জ্যোতি। পরের ৩৮ বলে করেন ৫৩ রান। ২টি ছক্কার মারও এ সময় মারেন তিনি। জ্যোতির সেঞ্চুরিতে নর্থ জোনের বিপক্ষে ১৪৭ রানের বড় লিড নেয় সেন্ট্রাল জোন। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে নর্থ জোন। প্রথম ইনিংসেই সেঞ্চুরির আভাস জাগিয়েছিলেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। ২৪৬ বলে তিনি করেন ৮৬ রান, ১২১ বলে ৫৭ করেন রিতু মনি। নাহিদা আক্তার ৪৮ রানে নেন ৭ উইকেট। জবাবে দুই ওপেনার মুরশিদা খাতুন ৬৬ ও ফারজানা আক্তার লিসা ৬০ রান করলে ভালো শুরু পায় সেন্ট্রাল জোন। সেই শুরু ধরে জ্যোতি খেলেন ১৫৩ রানের ইনিংস। তাতে ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করে সেন্ট্রাল জোন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৬ রানের বিশাল জুটি গড়ে তোলেন নর্থ জোনের দুই ওপেনার ইশমা তানজিম এবং ফারজানা হক পিঙ্কি। ১৭১ বল খেলে ৯০ রান করে আউট হয়ে যান ইশমা তানজিম। তবে, ঠিকই দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নেন পিঙ্কি। ২২৬ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংস সাজানো ছিল ১২টি বাউন্ডারিতে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাট হাতে জ্যোতির নতুন ইতিহাস

আপডেট সময় : ০৮:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: ইতিহাসের পাতায় নাম লিখলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নারী ক্রিকেটে দীর্ঘ পরিসরের ক্রিকেটে এখন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। রাজশাহীতে চলমান নারী বিসিএলে সেন্ট্রাল জোনের অধিনায়ক জ্যোতি প্রথম সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। নিগার সুলতানা জ্যোতির দেখাদেখি লংগার ভার্সনের ক্রিকেটে একই দিনে দ্বিতীয় সেঞ্চুরি করে বসেন নর্থ জোনের ওপেনার ফারজানা হক পিঙ্কি। প্রথম ইনিংসে ৮৬ রান করা পিঙ্কি দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১০২ রানে। রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে ২১৫ বলে সেঞ্চুরি স্পর্শ করেন জ্যোতি। এ সময় ১২টি বাউন্ডারি মারেন তিনি। শেষ পর্যন্ত ২৫৩ বলে ১৫৩ রানে অপরাজিত থাকেন। এই ইনিংস খেলার পথে মোট ২০টি চার ও ২টি ছক্কা এসেছে জ্যোতির ব্যাটে।
এবারই প্রথম শুরু হয়েছে নারীদের প্রথম শ্রেণির ক্রিকেট। আজ ছিল প্রথম রাউন্ডের শেষ দিনের খেলা। তিনদিনের ম্যাচে তৃতীয় দিনে এসে সেঞ্চুরির গৌরব অর্জন করেন তিনি। ২১৫ বলে সেঞ্চুরি করার পর আরও বিধ্বংসী হয়ে ওঠে জ্যোতি। পরের ৩৮ বলে করেন ৫৩ রান। ২টি ছক্কার মারও এ সময় মারেন তিনি। জ্যোতির সেঞ্চুরিতে নর্থ জোনের বিপক্ষে ১৪৭ রানের বড় লিড নেয় সেন্ট্রাল জোন। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে নর্থ জোন। প্রথম ইনিংসেই সেঞ্চুরির আভাস জাগিয়েছিলেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। ২৪৬ বলে তিনি করেন ৮৬ রান, ১২১ বলে ৫৭ করেন রিতু মনি। নাহিদা আক্তার ৪৮ রানে নেন ৭ উইকেট। জবাবে দুই ওপেনার মুরশিদা খাতুন ৬৬ ও ফারজানা আক্তার লিসা ৬০ রান করলে ভালো শুরু পায় সেন্ট্রাল জোন। সেই শুরু ধরে জ্যোতি খেলেন ১৫৩ রানের ইনিংস। তাতে ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করে সেন্ট্রাল জোন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৬ রানের বিশাল জুটি গড়ে তোলেন নর্থ জোনের দুই ওপেনার ইশমা তানজিম এবং ফারজানা হক পিঙ্কি। ১৭১ বল খেলে ৯০ রান করে আউট হয়ে যান ইশমা তানজিম। তবে, ঠিকই দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নেন পিঙ্কি। ২২৬ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংস সাজানো ছিল ১২টি বাউন্ডারিতে।