স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের ছায়া থেকে বের হতে পারছেন না সাকিব আল হাসান। নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে আবার ব্যর্থ এই অলরাউন্ডার। তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সও হেরে গেছে বড় ব্যবধানে।
শাই হোপ ও শিমরন হেটমায়ারের ঝড়ো ব্যাটিংয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স তিন উইকেটে ২১১ রান করে। তারপর ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ে ১৫.২ ওভারে অ্যান্টিগাকে ১২৮ রানে অলআউট করে তারা। ৮৩ রানে হেরে গেলেও ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিবরা।
আগের তিন ম্যাচে সাকিব মাত্র একটি করে ওভার করলেও এদিন দুই ওভার বল করেন। তবে কোনো উইকেট পাননি, দেন ১৬ রান।
তারপর সাকিব ব্যাটিংয়ে নামেন দলের ভালো অবস্থায়। করিম গোরের ১৪ বলে ৩১ রানে দারুণ শুরু করেছিল অ্যান্টিগা। তিনি ৪.৩ ওভারে ৬৬ রানে মাঠ ছাড়লে সাকিব নামেন। নামার পরপরই ছক্কা মারেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। পাওয়ার প্লেতে ৬ ওভারে ৭৭ রান তুলেছিল দল। তাহির তাকে ফেরালে শুরু হয় ধস। ৭ বলে ৮ রান করেন দক্ষিণ আফ্রিকান স্পিনার।
এরপর একে একে ইমাদ ওয়াসিম, শামার স্প্রিঙ্গার, উসামা মীর ও ওবেড ম্যাককয়কে ফেরান তাহির। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি, হয়েছেন ম্যাচসেরা।
এর আগে গায়ানার শুরুটা হয়েছিল মন্থর। ৬ ওভারে মাত্র ৩৬ রান ছিল তাদের স্কোরবোর্ডে। ১১তম ওভারে কেভলন অ্যান্ডারসন দলীয় ৬৪ রানে বিদায় নেওয়ার পর ম্যাচ পাল্টে যায়। বাকি ৯.২ ওভারে দুইশ ছাড়িয়ে যায় তাদের স্কোর।
হোপ ও হেটমায়ার ১০৬ রানের জুটি গড়েন। দুজনেই হাফ সেঞ্চুরির দেখা পান। ৫৪ বলে ৬ চার ও ৫ ছয়ে ৮২ রানে থামেন হোপ। হেটমায়ার ২৬ বলে পাঁচটি করে চার-ছয়ে ৬৫ রানে অপরাজিত ছিলেন। রোমারিও শেফার্ড ৮ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন।
এসি/