ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্ততি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাটিং দুর্দশার পরও জিততে বেশি কষ্ট করতে হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। ১৭ রানে জিতেছে ক্যারিবিয়ানরা। ১২ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। মেলবোর্নে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ের নিমন্ত্রণ পায় ক্যারিবিয়ানরা। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়েছিল তারা। তবে নিকোলাস পুরানকে নিয়ে ব্র্যান্ডন কিং ৯৫ রানের জুটি গড়ে হাল ধরেন। পুরান হাফ সেঞ্চুরি থেকে চার রান দূরে থাকতে আউট হলে আবার ঘন ঘন ব্যাটসম্যানরা ‘প্যাভিলিয়ন টু ক্রিজ’ যাওয়া আসা করতে থাকেন। ১৬তম ওভারে ইনিংসের সর্বোচ্চ স্কোরার কিং (৬৪) ছাড়াও আরও দুই ব্যাটসম্যানকে ফেরান জুনায়েদ সিদ্দিকী। ৪ ওভারে ১৩ রান দিয়ে আমিরাতের এই বোলার নেন ৫ উইকেট। শেষ দিকে আলজারি জোসেফের ১১ বলে ১৫ ও রভম্যান পাওয়েলের ২ বলে ৭ রানে চ্যালেঞ্জিং স্কোর করে উইন্ডিজ। ৯ উইকেট হারিয়ে ১৫২ রান করার পর ক্যারিবিয়ানরা নিয়ন্ত্রিত বোলিংয়ে আমিরাতকে ৬ উইকেটে ১৩৫ রানে থামায়। আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসিম সর্বোচ্চ ৬৯ রানে অপরাজিত ছিলেন, ৫২ বলের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছয়। শেষ দিকে জাওয়ার ফরিদ ১৪ বলে ২৯ রান করে দলকে লড়াইয়ে রেখেছিলেন। ৮২ রানে ৬ উইকেট হারানোর পর ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রেইমন রেইফার।
জনপ্রিয় সংবাদ